কলকাতা : কোভিডে ঢাকা রাজ্যের কালো আকাশে আবারও একবার খারাপ খবর। রাজ্যের স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন বলছে, গত একদিনে আগের সব রেকর্ড ভেঙে ১৪৭ জন রাজ্যবাসীকে হারালাম আমরা। আবার গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষাও সংখ্যা গত কয়েকদিনের থেকে কিছুটা কম। উল্টোদিকে অবশ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দৈনিক সুস্থতার সংখ্যা। আজকের দিনে দাঁড়িয়ে ফারাকটা মাত্র ৪ জনের। তবে যেভাবে রোজই মৃত্যুসংখ্যা বেড়ে চলায় চিন্তা বাড়ছে। শুক্রবার রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬, গতকাল তা বেড়ে হয়েছিল ১৪৪। আজ যা আরও বাড়ল।


রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন। তেমনই এই সময়পর্বে রাজ্যে করোনাযুদ্ধে জিতেছেন ১৯ হাজার ১১৩ জন। বেশ কিছুদিন পরে গত ২৪ ঘণ্টার সময় ব্যবধানে কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। ১৪৩ জন কমে রবিবার রাজ্যে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ৩১ হাজার ৮০৫ জন। আর এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৭.২০ শতাংশ।


এদিকে, গত ২৪ ঘণ্টায় অবশ্য করোনা পরীক্ষায় সংখ্যা গত কয়েকদিনের থেকে কিছুটা কম। এই সময়পর্বে ৬৪ হাজার ৩২৭টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। যার মধ্যে ১৯ হাজার ১১৭ জনই পজিটিভ। পজিটিভিটি রেট যার ফলে ৯.৯১ শতাংশ। দৈনিক সংক্রমণ সংখ্যার বিচারে কমলেও পজিটিভিটি রেটও কিন্তু চিন্তা বাড়াচ্ছে।


জেলাভিত্তিক বিচারে কলকাতাকে টপকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১১৬ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। কলকাতায় এই সময়পর্বে নতুন করে সংক্রমিত ৩ হাজার ৪৫১ জন। মৃত ৩৩ জন।


কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাতেও সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।