হ্যামিলটন: প্রথম একদিনের আন্তর্জাতিকে হারের পর বিপক্ষ দলের পারফরম্যান্সের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, নিউজিল্যান্ড আজ ভারতের চেয়ে ভাল খেলেছে। যোগ্য দল হিসেবেই তারা জয় পেয়েছে। ভারতীয় দলের পারফরম্যান্সের উন্নতি দরকার বলেও মনে করেন বিরাট।
আজ ৩৪৮ রানের টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। টি-২০ সিরিজ ৫-০ জয়ের পর একদিনের সিরিজের প্রথম ম্যাচেই হেরে গিয়েছে ভারত। ম্যাচের পর বিরাট বলেন, ‘নিউজিল্যান্ড অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের মনে হয়েছিল ৩৪৮ রানের টার্গেট জয়ের জন্য যথেষ্ট। বিশেষ করে আমরা যেভাবে বোলিং শুরু করেছিলাম, তাতে এই কথাটা আরও বেশি মনে হয়েছিল। টমের (লাথাম) ইনিংসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। মাঝের ওভারগুলিতে টম ও রস (টেলর) অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। আমাদের ফিল্ডিং খারাপ হয়নি। একটাই ক্যাচ ফস্কেছি আমরা। তবে আমাদের উন্নতি করতে হবে। বিপক্ষ দল আমাদের চেয়ে ভাল খেলেছে। ওরা যোগ্য দল হিসেবেই জিতেছে।’
আজ ভারতীয় দলের হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন পৃথ্বী শ ও ময়ঙ্ক অগ্রবাল। তাঁরা শুরুটা খারাপ করেননি। তাঁদের জুটিতে ৫০ রান যোগ হয়। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে বিরাট করেন ৫১ রান। এরপর ভারতকে বড় রান তুলতে সাহায্য করেন শ্রেয়স আয়ার (১০৩) ও কে এল রাহুল (৮৮)। দুই ওপেনারের প্রশংসা করেছেন বিরাট। তিনি শ্রেয়স ও রাহুলের ইনিংসেরও প্রশংসা করেছেন।
নিউজিল্যান্ড আজ আমাদের চেয়ে ভাল খেলেছে, যোগ্য দল হিসেবেই জিতেছে, মন্তব্য বিরাটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 07:08 PM (IST)
আজ ৩৪৮ রানের টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -