রাহানে আরও বলেছেন, ‘প্রথমে ব্যাটিং করতে নামলে সবসময় ইতিবাচক মানসিকতা থাকা দরকার। ভারতের বাইরে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩২০ বা ৩৫০ রান করতে পারলে সেটা খুব ভাল হবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় আমরা যে টেস্ট ম্যাচগুলি জিতেছি, তার সবগুলিতেই প্রথম ইনিংসে ৩২০ থেকে ৩৫০ রান তুলেছিলাম। আমাদের বোলাররা যে কোনও পরিবেশেই উইকেট নিতে পারে। কিন্তু টসে হেরে আমাদের যদি প্রথমে ব্যাটিং করতে হয়, তাহলে এই মনোভাব নিয়ে খেলতে হবে যে সবরকম পরিস্থিতিতে মানিয়ে নেব। যেখানে বল সিম করছে, সেখানে উপযুক্ত মনোভাব থাকা জরুরি। পাটা উইকেটে যেমন বোলারদের ২০ উইকেট নেওয়ার জন্য তৈরি থাকতে হয়, তেমনই ব্যাটসম্যানদেরও বিপক্ষের বোলিং আক্রমণ সামাল দেওয়ার জন্য তৈরি থাকতে হবে।’
এই সিরিজে নিউজিল্যান্ডকে ফেভারিট বললেও, নিজেদের পিছিয়ে রাখছেন না রাহানে। ভারতের সহ-অধিনায়ক বলেছেন, ‘আমাদের আর কোনও পরিবেশে খেলা নিয়েই ভয় নেই। আমাদের কাছে সব পরিবেশ-পরিস্থিতিই দেশের মতো। আমরা যেখানেই খেলি না কেন, সবাই আমাদের ফেভারিট মনে করে। আমাদের উপর সবার প্রত্যাশা থাকে।’