পিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিসিবি-র দুর্নীতি দমন সংক্রান্ত নিয়মের ৪.৭.১ ধারা লঙ্ঘন করার দায়ে উমর আকমলকে অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে। পিসিবি-র দুর্নীতি দমন শাখা তদন্ত শেষ না করা পর্যন্ত তিনি কোনওরকম ক্রিকেট বিষয়ক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যেহেতু তদন্ত শুরু হয়েছে, সেই কারণে এখন এ বিষয়ে কোনও মন্তব্য করবে না পিসিবি। পাকিস্তান সুপার লিগে উমর আকমলের পরিবর্ত ক্রিকেটার নেওয়ার জন্য আবেদন জানাতে পারবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।’
গত বছর গ্লোবাল টি-২০ কানাডা লিগ চলাকালীন আকমল অভিযোগ করেন, তাঁর কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব আসে। আইসিসি-র দুর্নীতি দমন শাখার কর্তাদের বিষয়টি জানান তিনি। তবে এবার তিনি নিজেই দুর্নীতির দায়ে সাসপেন্ড হলেন।