করাচি: দুর্নীতি দমন সংক্রান্ত নিয়ম ভঙ্গ করার দায়ে উমর আকমলকে সাসপেন্ড করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার ঠিক আগেই সাসপেন্ড হওয়ায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে পারবেন না আকমল। পিসিবি জানিয়ে দিয়েছে, দুর্নীতি দমন শাখার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেট বিষয়ক কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। ঠিক কী ধরনের নিয়ম লঙ্ঘন করেছেন এই ক্রিকেটার, সে বিষয়ে কিছু জানায়নি পিসিবি। তবে জানিয়ে দেওয়া হয়েছে, আকমলের পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে কোয়েটা।
পিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিসিবি-র দুর্নীতি দমন সংক্রান্ত নিয়মের ৪.৭.১ ধারা লঙ্ঘন করার দায়ে উমর আকমলকে অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে। পিসিবি-র দুর্নীতি দমন শাখা তদন্ত শেষ না করা পর্যন্ত তিনি কোনওরকম ক্রিকেট বিষয়ক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যেহেতু তদন্ত শুরু হয়েছে, সেই কারণে এখন এ বিষয়ে কোনও মন্তব্য করবে না পিসিবি। পাকিস্তান সুপার লিগে উমর আকমলের পরিবর্ত ক্রিকেটার নেওয়ার জন্য আবেদন জানাতে পারবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।’
গত বছর গ্লোবাল টি-২০ কানাডা লিগ চলাকালীন আকমল অভিযোগ করেন, তাঁর কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব আসে। আইসিসি-র দুর্নীতি দমন শাখার কর্তাদের বিষয়টি জানান তিনি। তবে এবার তিনি নিজেই দুর্নীতির দায়ে সাসপেন্ড হলেন।
দুর্নীতি দমন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে সাসপেন্ড উমর আকমল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2020 04:49 PM (IST)
পিসিবি জানিয়ে দিয়েছে, দুর্নীতি দমন শাখার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেট বিষয়ক কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -