দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে হারাল নিউজিল্যান্ড
Web Desk, ABP Ananda | 23 Jan 2017 04:05 PM (IST)
নয়াদিল্লি: নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও হেরে গেল বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সহজেই ৯ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মাত্র ২৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য নিউজিল্যান্ডের টার্গেট ছিল ১০৯। এক উইকেট হারিয়েই সেই রান তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ের ফলে পাকিস্তানকে টপকে টেস্টে পাঁচ নম্বরে উঠে এলেন কেন উইলিয়ামসনরা। এবারের নিউজিল্যান্ড সফরে তিনটি টি-২০, তিনটি একদিনের ম্যাচের পর দুটি টেস্টেই হারলেন শাকিব আল হাসানরা। দ্বিতীয় টেস্টেও তাঁরা হতাশাজনক পারফরম্যান্স দেখালেন। কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি। বাংলাদেশের ফিল্ডিংও খারাপ হয়েছে। সেই কারণেই সহজ জয় পেল নিউজিল্যান্ড।