কলকাতা: জুন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের সামনে আর টি-২০ ম্যাচ খেলার সুযোগ নেই। কিন্তু তাতে চিন্তায় নেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টি-২০ ম্যাচ খেললে ভারতের বোলারদের উপকার হবে। এর ফলে তাঁরা ৫০ ওভারের ম্যাচে ডেথ বোলিং আরও ভালভাবে করতে পারবেন।


গতকাল ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলে ফেলেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ছিল ভারতের শেষ একদিনের ম্যাচ। দলের বোলিং নিয়ে চিন্তা না থাকলেও, ব্যাটিংয়ে কিছুটা বদল আনতে চাইছেন বিরাট। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ব্যাটিং টেকনিকের উপর জোর দিতে চাইছি। টেস্টে যেভাবে ব্যাট করি, একদিনের ম্যাচ ও টি-২০ ফর্ম্যাটে তার চেয়ে খুব বেশি বদল আনতে চাই না। সব বলেই ঝুঁকি নিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করা উচিত না। প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে কীভাবে রান করতে হয়, সেটা দলের সবাইকে বুঝতে হবে। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া চলবে না।’

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের টপ অর্ডার রান করতে পারেনি। তিন ওপেনার লোকেশ রাহুল, শিখর ধবন ও অজিঙ্ক রাহানে ব্যর্থ। যদিও অধিনায়ক তাঁদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, ওপেনারদের সময় দিতে হবে। একটা-দুটো ইনিংস পরেই তাঁরা ছন্দে ফিরবেন। ওপেনিং নিয়ে ভারতের কোনও সমস্যা নেই। মিডল অর্ডার নিয়ে যে সমস্যা ছিল সেটাও মিটে গিয়েছে। ফলে বাকি যেটুকু সমস্যা আছে, সেটার সমাধান করা হবে।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ওপেন করেছিলেন ধবন ও রোহিত শর্মা। দ্বিতীয়জন চোটের জন্য বেশ কিছুদিন দলের বাইরে। বিরাট বলেছেন, ‘আমরা গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর-রোহিতকে ওপেন করতে দেখেছি। ওরা যদি ফের স্বমহিমায় খেলে, তাহলে আমরা কত রান করব কেউ জানে না। এখনও পর্যন্ত আমরা নিজেদের ক্ষমতার ৭০ থেকে ৭৫ শতাংশ প্রয়োগ করতে পেরেছি। আরও উন্নতি করতে হবে।’