কানপুর: চোট পেয়ে চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের এক নম্বর অফস্পিনার মার্ক ক্রেগ। তাঁর বদলে বাকি দুটি টেস্টের দলে আসছেন জিতন পটেল। তিনি দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন।

আজ কানপুর টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচানোর জন্য লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড। এরই মধ্যে ক্রেগের চোট কিউয়ি শিবিরের কাছে বড় ধাক্কা। এবারের ভারত সফরে স্পিনের উপর বেশি জোর দিচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু প্রথম টেস্টেই স্পিন বোলিংয়ের অন্যতম ভরসা ক্রেগ চোট পাওয়ায় কেন উইলিয়ামসনের দলকে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।

কানপুর টেস্টে দুটি উইকেট পেয়েছিলেন ক্রেগ। প্রথম ইনিংসে তিনি আউট করেন অজিঙ্ক রাহানেকে। দ্বিতীয় ইনিংসে ক্রেগের শিকার ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু গতকাল বল করার সময়ই চোট পান ক্রেগ। এরপরেই তিনি মাঠের বাইরে চলে যান। ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসের বাকি  সময়ে আর মাঠে ফেরেননি ক্রেগ। এই স্পিনারের পরিবর্তে যিনি দলে এলেন সেই পটেল ২০১৩ সালে শেষ টেস্ট খেলেছেন। ফলে ভারতের মাটিতে তিনি কতটা সফল হবেন, সে বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও কিউয়ি শিবিরের দাবি, অভিজ্ঞ পটেল দলে আসায় স্পিন বিভাগ শক্তিশালী হবে।