নাগপুরের পিচে এবার প্রচুর রান উঠবে, আশাবাদী কিউরেটর
Web Desk, ABP Ananda | 30 Sep 2017 03:20 PM (IST)
ফাইল ছবি
নাগপুর: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে পিচ। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শেষ তিনটি ম্যাচেই বড় রান ওঠেনি। আইসিসি এই মাঠের পিচকে নিম্নমানের বলেছিল। তবে কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার আশাবাদী, এবার আর কোনও গোলমাল হবে না। পিচ ভাল আচরণ করবে, প্রচুর রান উঠবে। ২০১৩ সালের ৩০ অক্টোবর জামতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৩৫০ রান তাড়া করে জিতেছিল ভারত। শতরান করেছিলেন শিখর ধবন (১০০) ও বিরাট কোহলি (১১৫ অপরাজিত)। রোহিত শর্মা করেছিলেন ৭৯ রান। কিন্তু এরপরেই পিচ নিয়ে সমস্যা শুরু হয়। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে তিন দিনেরও কম সময়ে জয় পায় ভারত। স্পিনাররা দাপট দেখান। এই ম্যাচের পরেই পিচকে নিম্নমানের আখ্যা দেয় আইসিসি। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় ভারত। এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৪৪ রান করেও জয় পায় ভারত। এবার তাই পিচ কেমন আচরণ করবে, সেটা নিয়ে সবারই আগ্রহ রয়েছে। কিউরেটরের দাবি, সম্প্রতি পিচের মাটি বদল করা হয়েছে। স্থানীয় মাটি দিয়ে নতুন করে পিচ তৈরি করা হয়েছে। এই পিচে ম্যাচও হয়েছে। পিচে বাউন্স বেশি থাকবে না। তবে অসমান বাউন্সও থাকবে না। গত তিনটি আন্তর্জাতিক ম্যাচের তুলনায় অনেক বেশি রান উঠবে। ফলে দর্শকদের মনোরঞ্জন হবে।