মুম্বই: স্বজনপোষণ ভয়াবহ। তিনি এর সম্পূর্ণ বিরোধী। আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে এসে বললেন সোফ আলি খান।


কিছুদিন আগে কঙ্গনা রানাওয়াতকে টিটকিরি কেটে এক পুরস্কার প্রদান মঞ্চে সেফ, বরুণ ধবন ও কর্ণ জোহর হুঙ্কার ছেড়েছিলেন, নেপোটিজম রকস। তা নিয়ে তুমুল বিতর্ক হয়, ধিক্কৃত হন সেফরা। তা নিয়ে পরে ক্ষমাও চেয়ে নেন তিনজন।

কিন্তু এবার সেফ পুরোপুরি সরে এসেছেন আগের অবস্থান থেকে। এখন তাঁর বক্তব্য, যদিও তিনি নিজে নেপোটিজমের ফসল, তবে তিনি এর তীব্র বিরোধী।

সেফ বলেছেন, স্বজনপোষণ ভয়াবহ বিশেষত তা যখন অযোগ্য ব্যক্তিকে সামনে ঠেলে দেয়। তবে মা শর্মিলা ঠাকুর হওয়ায় তিনি নিজে এর থেকে উপকৃত হয়েছেন। যাঁরা সিনেমার সঙ্গে যুক্ত নন, তাঁদের তুলনায় অনেক বেশি সুযোগ পেয়েছেন তিনি।

তবে তাঁর বক্তব্য, প্রতিভা না থাকলে ও কঠোর পরিশ্রম না করলে কেউ এই ফিল্মি জগতে বেশিদিন টিকতে পারবে না। শাহরুখ খানেরই তো বলিউডে কোনও যোগাযোগ ছিল না, তবু তিনি বাদশা হয়ে উঠেছিলেন। একজন তারকা সন্তান হয়তো সাফল্য পাচ্ছে কিন্তু ৫০জন তারকা সন্তান ব্যর্থ হচ্ছে।

সেফের মেয়ে সারা আলি খানের প্রথম ছবির শ্যুটিং চলছে। সেফ বলেছেন, মেয়েকে বহু কিছুর মুখোমুখি হতে হবে। এটা তো আর লেখাপড়ার দুনিয়া নয় যেখানে একটা প্রেজেন্টেশন দিতে হবে। এটা হল নিজের আত্মাকে ব্যাখ্যার জন্য তুলে দেওয়া। সারাকে সমালোচনার মুখোমুখি হতে তৈরি থাকতে হবে। তিনি নিজে অসংখ্যবার সমালোচিত হয়েছেন, এখনও এ জন্য তৈরি।

৬ অক্টোবর মুক্তি পাচ্ছে শেফ, সেফের আগামী ছবি।