নয়াদিল্লি: পঞ্চম ভারতীয় মহিলা বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু এখানেই থেমে থাকতে রাজি নন নিখাত জারিন। এবার কমনওয়েলথ গেমসে (Comonwelth Games) খেলাই লক্ষ্য তেলেঙ্গানার এই তরুণীর। অলম্পিক্সের কোয়ালিয়ারে খেলার জন্য মেরি কমের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্ক দানা বাঁধিয়েছিলেন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একবার নিখাতের নাম ভেসে এসেছিল। কিন্তু ট্রোল হয়েছিলেন তিনি ভীষণভাবে। মেরি কমের বিরুদ্ধে পরে ম্যাচে হেরেও গিয়েছিলেন। কিন্তু এবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর শুভেচ্ছা বন্যায় ভাসছেন এই তরুণী। আর এটাই চেয়েছিলেন নিখাত।


ট্যুইটারে ট্রেন্ড হওয়ার স্বপ্ন দেখতেন নিখাত


গতকালই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছেন। এরপরই এক সাক্ষাৎকারে নিখাত জানান, ''একদিন স্বপ্ন দেখতাম যে আমার নাম ট্যুইটারে ট্রেন্ডে সবার ওপরে থাকবে। আজ চ্যাম্পিয়ন হওয়ার পর সেটাই হয়েছে। আমি ভীষণ খুশি। বলা যেতে পারে আমার স্বপ্নপূরণ হয়েছে।'' 


কমনওয়েথ খেলা লক্ষ্য


নিখাত নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে জানান, ''দেশের জন্য সোনা জিততে পারাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। ভীষণ আবেগপ্রবণ হয়ে গিয়েছি আমি। এই সোনার পদক আমি গোটা দেশকে উৎসর্গ করতে চাই। যাঁরা আমার পাশে সবসময় রয়েছেন, তাঁদের উদ্দেশে এই পদক। আমি আরও পরিশ্রম করব। অলিম্পিক্সে পদক জেতাটাও আমার লক্ষ্য। তবে আপাতত কমনওয়েলথ গেমসের ৫০ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করা ও পদক জিততে চাই।''      


ইস্তাম্বুলে এই বক্সিং চ্যাম্পিয়নশিপে মোট ১টি সোনা, ২টো ব্রোঞ্জ জিতেছে ভারত। তবে নিখাত ফাইনালে উঠলেও, সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অপর দুই বক্সার মণীষা মৌন ও পারভিন হুডাকে। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে ইতালির ইরমা টেস্টার কাছে ০-৫ ফলে হেরে যান মণীষা। অন্যদিকে, ৬৩ কেজি বিভাগের সেমিফাইনালে আয়ারল্যান্ডের অ্যামি সারা ব্রডহার্স্টের কাছে ১-৪ ফলে হেরে যান পারভিন।