বেঙ্গালুরু: কিছুদিন আগেই ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়েছেন। কোচবিহার ট্রফির ফাইনালে ৪০০ রানের ইনিংস খেলেছিলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদী। ভেঙে দিয়েছিলেন যুবরাজ সিংহের করা এই টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ ৩৫৮ রানের রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে কোচবিহার ট্রফিতে (Cooch Behar Trophy) চারশো বা তার বেশি রানের ইনিংস খেলেন প্রখর। একইসঙ্গে দলকে প্রথমবার কোচবিহার ট্রফি জেতান তিনি। তবে এখানেই থেমে থাকতে চান না প্রখর। এবার তাঁর লক্ষ্য রঞ্জি খেলা। সে কথাই জানিয়ে দিলেন এই তরুণ ব্যাটার। প্রখর বলছেন, ''সত্য়ি দারুণ অনুভূতি। কোচবিহার ট্রফির ফাইনালের চারশোর বেশি রান করতে পেরেছি আমি। একই সঙ্গে মুম্বইয়ের মত শক্তিশালী দলের বিরুদ্ধে। এর আগে কর্ণাটক কখনও কোচবিহার ট্রফি জিততে পারেনি। অন্যদিকে মুম্বই অনেকবারই জিতেছে এই ট্রফি। সেই মুম্বইকেই হারানোর অনূভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।''


এরপরই প্রখর বলছেন, ''আমি আর পেছনে ফিরে তাকাতে রাজি নয়। কর্ণাটকের বিরুদ্ধেও রঞ্জিতে একই ফর্ম নিয়ে খেলতে চাই। কর্ণাটকের বিরুদ্ধে যখনই খেলতে নামব, তখনই নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব। আমার একটাই লক্ষ্য এখন কর্ণাটকের হয়ে রঞ্জিতে খেলা ও ভাল পারফর্ম করা।''


উল্লেখ্য়, গত রবিবার শিমোগায় প্রথম ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফির ফাইনালে চারশো রান করেছেন প্রখর। ভেঙে দিয়েছেন যুবরাজ সিংহের ২৪ বছরের পুরনো রেকর্ড। কোচবিহার ট্রফির ফাইনালে যুবির ৩৫৮ রানই ছিল এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। সেটা ভেঙে দিলেন প্রখর। সব মিলিয়ে কোচবিহার ট্রফিতে প্রখরের ইনিংস দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন ২০১১-১২ মরশুমে মহারাষ্ট্রের বিজয় জোল। অসমের বিরুদ্ধে অপরাজিত ৪৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।


ইনিংস ওপেন করতে নেমে অপরাজিত ৪০৪ রান করেছেন কর্নাটকের প্রখর। ম্যাচে মুম্বইকে কার্যত কোণঠাসা করে প্রথম ইনিংসের লিড অর্জন করে নেয় কর্নাটক। মুম্বই প্রথমে ব্যাটিং করে তুলেছিল ৩৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২২৩ ওভারে কর্নাটক তোলে ৮ উইকেটে ৮৯০ রান। ৬৩৮ বলে ৪০৪ রান করেন প্রখর। তাঁর ইনিংসে ছিল ৪৬টি চার ও ৩টি ছক্কা।


অথচ মরশুমের শুরুতে কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলেই ছিলেন না প্রখর। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলেও নেই তিনি। তবে রবিবারের ইনিংসের পর রঞ্জি ট্রফির জন্য কর্নাটকের সিনিয়র দলে ঢোকার ক্ষেত্রেও জোরাল দাবিদার হয়ে উঠলেন। রবিবারই রঞ্জি ট্রফিতে গুজরাতের কাছে ৬ রানে হেরে গিয়েছে কর্নাটক। ১১০ রান তাড়া করতে নেমে ৫৩ রানে অল আউট হয়ে যায় কর্নাটক।