রিও ডি জেনেইরো: ৯১ লক্ষ ডলার দামে আস্ত একটা জেট কিনলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। সংবাদপত্র ও গ্লোবো-র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বির পার্টিসিপেকোস নামে এক কোম্পানির মাধ্যমে মর্টগেজে সেসেনা ৬৮০ বিমানটি কিনেছেন নেইমার।
বিমানটি মাঝারি আকারের একটি বিজনেস জেট। যা ১২ জন যাত্রী বহনে সক্ষম।
উল্লেখ্য, ব্রাজিলে নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির মামলা চলছে। এই মামলায় গত ফেব্রুয়ারিতে ফেডারেল বিচারপতি বার্সিলোনার এই তারকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
ব্রাজিলের কর্তৃপক্ষ ২০১১-১৩ সময়পর্বে তাঁর স্যান্টোস থেকে বার্সেলোনার ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে অঘোষিত আয়ের ওপর ১৬ মিলিয়ন ডলার কর জমা দিতে বলেছে নেইমারকে।
আদালতের নির্দেশ অনুসারে, নেইমার ব্যবহার করতে পারেন, কিন্তু বেচতে পারবেন না, এমন সম্পত্তিগুলির মধ্যে রয়েছে ৩৮ লক্ষ ডলার দামের একটি হেলিকপ্টার, একটি ইয়াচ এবং অন্য একটি হেলিকপ্টার।
৯১ লক্ষ ডলার দামে জেট কিনলেন নেইমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2016 01:19 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -