সোচি: দলের সেরা তারকা নেইমারের চোট নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ট্যুইট করে জানানো হয়েছে, ‘দলের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে নেইমার। ওর মধ্যে আত্মবিশ্বাস দেখা গিয়েছে। গোটা অনুশীলন পর্বেই ও সক্রিয়ভাবে যোগ দিয়েছে।’



ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে নেইমারের অনুশীলনের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। তেমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে নেইমার বলছেন, ‘আমি ভালভাবেই অনুশীলন করেছি। অনুশীলন করে আমার ভাল লেগেছে। পায়ের অবস্থা ঠিক আছে।’



এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে চাপে পড়ে গিয়েছে ব্রাজিল। নক-আউটে যেতে হলে আগামীকাল কোস্টারিকার বিরুদ্ধে জিততেই হবে। এই ম্যাচে নেইমারের ভাল খেলা জরুরি। কিন্তু মঙ্গলবার তিনি অনুশীলনের মাঝপথেই উঠে যাওয়ায় চোট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করার ফাঁকে হঠাৎ গোড়ালি ধরে বসে পড়েন ব্রাজিলের সেরা তারকা। এরপর তিনি অনুশীলন চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরেই বাঁ পায়ে একটি শট মেরে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।



ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, নেইমারের চোটের বিষয়ে আসল তথ্য আড়াল করা হচ্ছে। যদিও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দাবি, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর থেকেই নেইমারের গোড়ালিতে যন্ত্রণা হচ্ছিল। এর সঙ্গে পায়ের চোটের কোনও সম্পর্ক নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মঙ্গলবার অনুশীলনের মাঝপথে উঠে যান নেইমার। তিনি কোস্টারিকার বিরুদ্ধে খেলবেন।