চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইপিএল খেলায় সুবিধা হবে, বলছেন উইলিয়ামসন
Web Desk, ABP Ananda | 05 May 2017 07:47 PM (IST)
হায়দরাবাদ: আগামী মাস থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইপিএল-এ খেলায় তাঁর সুবিধা হবে বলে জানালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন উইলিয়ামসন। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি নিজের বিষয়ে বলতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতার আগে একটু খেলার সুযোগ পাওয়ায় উপকার হবে। দলের বাকিরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি এখানে আইপিএল-এর ম্যাচ খেলে তৈরি হচ্ছি।’ আইপিএল-এ গত ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হেরে গিয়েছে হায়দরাবাদ। আগামীকাল রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবেন উইলিয়ামসনরা। এই তারকার মতে, পুণের বিরুদ্ধে ম্যাচ মোটেই সহজ হবে না। তাঁদের কয়েকটি বিভাগে উন্নতি করতে হবে। নিজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের দিকেও নজর দিচ্ছেন উইলিয়ামসন।