কলম্বো: গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ত্রি-দেশীয় টি-২০ সিরিজের ফাইনালে শেষদিকে ব্যাট করতে নেমে যে ধরনের বড় শট খেলে ভারতীয় দলকে জয় এনে দিয়েছেন দীনেশ কার্তিক, এই শট খেলা অনুশীলন করেন তিনি। ম্যাচের পর নিজেই এ কথা জানিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘গত কয়েকমাস ধরে সাপোর্ট স্টাফরা আমাকে সাহায্য করেছেন। আজকের জন্য আমি খুশি। এই প্রতিযোগিতা জিততে পেরে দারুণ লাগছে। একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে আমাদের দল যা খেলেছে, তাতে যদি আমরা চ্যাম্পিয়ন না হতাম, তাহলে সেটা অন্যায্য হত।’


গতকালের ম্যাচে কার্তিক যখন ব্যাট করতে নামেন, তখন ভারতীয় দল প্রচণ্ড চাপে ছিল। প্রথম বলেই ছক্কা মেরে ক্রিজে নিজের উপস্থিতি জানান দেন এই ব্যাটসম্যান। পরের দু’টি বলেও একটি বাউন্ডারি এবং একটি ছক্কা মারেন তিনি। এরপর শেষ বলে ছক্কা মেরে ভারতকে জেতান কার্তিক। তিনি নিজের ব্যাটিং প্রসঙ্গে বলেছেন, ‘আমি এই ধরনের শট খেলা অনুশীলন করি।’

বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানও ম্যাচের পর কার্তিকের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘ম্যাচ হেরে খারাপ লাগছে, তবে আমরা অনেককিছু শিখতেও পারলাম। ডিকে-কে কৃতিত্ব দিতেই হবে। এই ম্যাচে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক আছে। আশা করি একদিন আমরা জিততে পারব।’