নয়াদিল্লি: শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে বাংলাদেশি প্লেয়ারদের 'নাগিন ড্যান্স' নজর কেড়েছে। শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফির ফাইনালে ওঠার পর মাঠেই বাংলাদেশি ক্রিকেটাররা মেতে উঠেছিলেন 'নাগিন ড্যান্সে'। শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ দুরন্তভাবে জিতিয়ে মাঠে 'নাগিন ড্যান্স' করেছিলেন বাংলাদেশের মুশফিকর রহিম।এর পরের ম্যাচে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বীতায় সেই শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার পর 'নাগিন ড্যান্সে' মাতেন বাংলাদেশের খেলোয়াড়রা। আর ফাইনালে পাল্টা সেই 'নাগিন ড্যান্স'ই দেখতে হল বাংলাদেশকে। এবার গ্যালারিতে এবং হ্যাঁ, কমেন্ট্রি বক্সেও। গতকাল ফাইনালে ভারতের দশম ওভার চলছে তখন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা চেনা ছন্দে খেলছেন। মজার ছলেই ধারাভাষ্য দিতে দিতেই একটু 'নাগিন ড্যান্স' করে নেন কিংবদন্তী প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাওস্কর।




কিন্তু কমেন্ট্রি বক্সে গাওস্করের ওই নাগিন ড্যান্সকে আদৌ ভালো ভাবে মেনে নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেট দলের সমর্থকরা। তাঁরা গাওস্করকে রীতিমতো ট্রোল করেছেন।







উল্লেখ্য, দীনেশ কার্তিকের ৮ বলে ২৯ রানের মারকাটারি ব্যাটিং বাংলাদেশের ট্রফি জয়ের স্বপ্ন চুরমার করে দিয়েছে। প্রেমদাসা স্টেডিয়ামে শেষ বলে ছক্কা মেরে ভারততে জিতিয়ে দিয়েছেন কার্তিক।
ম্যাচের শেষে গ্যালারি শ্রীলঙ্কার সমর্থকদেরও নাগিন ড্যান্স করতে দেখা যায়।