প্রশংসায় পঞ্চমুখ বর্তমান থেকে প্রাক্তন, দীনেশ কার্তিককে কুর্ণিশ কোহলি, সচিন, যুবি, ঋদ্ধিদের
হরভজন সিংহর ট্যুইট- দুর্দান্ত ইনিংস দীনেশ কার্তিকে..দারুণ খেলেছ.. অসাধারণ সব শট। ভারতীয় দলকে অভিনন্দন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঋদ্ধিমান সাহার ট্যুইট- তুমি অসাধারণ, কী রোমাঞ্চকর ফিনিস!ভারতীয় দলকে অভিনন্দন।
ভিভিএস লক্ষ্মণের ট্যুইট- চাপের মুখে অবিশ্বাস্য ইনিংস কার্তিকের।
যুবরাজ সিংহর ট্যুইট- তুমি অনন্য কার্তিক।
রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, গত রাতে কী অবিশ্বাস্য ইনিংসটা খেলল দীনেশ কার্তিক। ওকে খুব ভালো করে জানি এবং এ রকমটা করতে চায় ও। আর সেটা হল একেবারে ফাইনালের রাতে।
ইউসুফ পাঠান লিখেছেন- চমকপ্রদস জয়। চাপের মুখে না ইনিংসটাই খেলল দীনেশ কার্তিক। এটা তরুণদের দল এবং সমগ্র সফরেই খুব ভালো খেলেছে ওরা।
জসপ্রিত বুমরার ট্যুইট- কী দারুণ ফিনিস!!! খুব ভালো খেলেছে দীনেশ কার্তিক। দলের অসাধারণ চেষ্টায় জয়।
সচিন তেন্ডুলকরের ট্যুইট- অসাধারণ জয় টিম ইন্ডিয়ার। দীনেশ কার্তিকের দুরন্ত ব্যাটিং। রোহিত ইনিংস জয়ের ভিত গড়ে দেয়।ফাইনালে কী দারণ ফিনিস!
এই টুর্নামেন্টে খেলেননি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। বিশ্রামে থাকা কোহলি কার্তিকের ওই দুরন্ত ইনিংসের প্রশংসা করতে ভোলেননি। তাঁর ট্যুইট- গতকাল রাতে কী ম্যাচটাই হল, সম্পূর্ণ দলগত পারফরম্যান্স! দারুণ খেলেছে দীনেশ কার্তিক।
নিদাহাস ট্রফির ফাইনালে দীনেশ কার্তিকের অবিশ্বাস্য ইনিংসে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে স্মরণীয় জয় পেয়েছে ভারত। শেষ বলে জয়ের জন্য পাঁচ রানের দরকার ছিল ভারতের। কার্তিক সৌম্য সরকারের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে সীমানার ওপারে পাঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে এই চমকপ্রদ জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে মাঠে নেমে আসেন ভারতের খেলোয়াড়রা। তাঁরা কার্তিককে ভালোবাসায় ভরিয়ে দেন। দলের সহ খেলোয়াড়দের অভিনন্দনে ভাসতে ভাসতে কার্তিক জানান, সে সময় নেমেছিলেন, মারা ছাড়া আর কোনও রাস্তা ছিল না।
কার্তিকের ওই নায়কোচিত ইনিংসের প্রশংশায় পঞ্চমুখ প্রাক্তন থেকে বর্তমান-ভারতের ক্রিকেটাররা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -