লিডস ম্যাচে কে এল রাহুলকে 'ভাই' বলে চিয়ার আপ করলেন কে এই অভিনেত্রী?
বলিউডে পায়ের তলায় জমি তৈরির চেষ্টা করছেন। আপাতত দুটি তেলুগু ছবিতে কাজ করছেন নিধি। সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সেই নিধিকে দেখা গেল ইংল্যান্ডের লিডসের গ্যালারিতে। ভারত, ইংল্যান্ড একদিনের সিরিজের তৃতীয় তথা ফাইনাল ম্যাচের দিন রাহুলকে চিয়ার আপ করছিলেন তিনি।
Miss Diva 2014 কনটেস্টেও ছিলেন।
বেঙ্গালুরুর বাসিন্দা নিধি সিনেমায় নামার আগে নাম করেন মডেলিংয়ে।
নিধির বলিউডে প্রথম ছবিটা মুখ থুবড়ে পড়েছিল।
নিধিকে হালে দেখা গিয়েছে 'মুন্না মাইকেল' ছবিতে টাইগার শ্রফের বিপরীতে।
জল্পনা, গুঞ্জন থামাতে নিধি বলেছিলেন, হ্যাঁ, আমি রাহুলের সঙ্গে ডিনারে যাই। আমি, রাহুল পরস্পরকে বহুদিন ধরেই চিনি। যখন রাহুলের ক্রিকেটার পরিচিতি ছিল না, আমায়ও অভিনেত্রী হিসাবে লোকে চিনত না, তখন থেকেই আমাদের পরিচয়। টিনএজ কাল থেকেই আলাপ। দুজনে এক কলেজে পড়িনি বটে, তবে বন্ধুত্ব অনেকদিনের।
আপনাদের বলে রাখি, নিধি আগেই জানিয়ে রেখেছেন, তাঁর ও রাহুলের মধ্যে বিশেষ কিছুই নেই। শুধুই পরস্পরের বন্ধু তাঁরা।
রাহুলের মনোবল বাড়াতে ইনস্টাগ্রামে একটি স্টোরিও শেয়ার করেন নিধি। তবে দুজনের বন্ধুবান্ধবরা চমকে গিয়েছেন। কারণ রাহুলকে 'ভাই' বলেছেন নিধি! লিখেছেন, অল দি বেস্ট, ব্রাদার!
নিধি অগ্রবাল। বলিউডের অভিনেত্রী। তিনি নাকি বেশ কিছুদিন ধরে ডেট করছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলকে, যা নিয়ে চর্চা রয়েছে বিস্তর। দুজনেই তাঁদের সম্পর্ক নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন ইতিমধ্যে।