নয়াদিল্লি: চার ভারতীয় বক্সার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (Women's World Boxing Championships) সেমিফাইনালে পৌঁছে আগেই ভারতের হয়ে চার পদক সুনিশ্চিত করে ফেলেছিলেন। চার বক্সারই দুরন্তভাবে সেমিফাইনালে নিজেদের ম্যাচ জিতে ফাইনালে জায়গা পাকা করে ফেললেন। নিজেদের বিভাগে নীতু ঘনঘাস (Nitu Ghanghas), নিখাত জারিন (Nikhat Zareen), লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain) ও স্বাতী বোড়া সকলেই নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেলেন। ভারতের সামনে চার চারটি সোনা জয়ের হাতছানি।


মধুর প্রতিশোধ


এদিন ভারতীয় বক্সারদের মধ্যে সর্বপ্রথম মাঠে নামেন নীতু। ৪৮ কেজির বিভাগে কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হয়েছিলেন নীতু। গতবারের বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আলুয়ার বিরুদ্ধে নীতুকে হার হয়েছিল। তবে এ বার মধুর প্রতিশোধ নিলেন তিনি। শুরুটা কিন্তু আলুয়া বেশি ভাল করেছিলেন। প্রথম রাউন্ডে পরের পর আঘাতে নীতুকে বেশ চাপে ফেলে দিয়েছিলেন তিনি। নীতু শেষের দিকে ফিরলেও স্প্লিট ডিসিশনে প্রথম রাউন্ড জেতেন আলুয়া। দ্বিতীয় রাউন্ডে পাঁচ জন বিচারক ড্র ঘোষণা করলেও, এক বিচারক নীতুর পক্ষে রায় দেন। শেষমেশ ৫-২ স্প্লিট ডিসিশনে ম্যাচ জিতে নেন নীতু। 


৫০ কেজির বিভাগে ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী ইনগ্রিত ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিলেন গত বারের চ্যাম্পিয়ন নিখাত। কলম্বিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখেন নিখাত। ৪-১ প্রথম রাউন্ড নিজের নামে করেন ভারতীয় বক্সার। নীতুই দ্বিতীয় রাউন্ডও ৩-২ স্কোরে জেতেন। শেষমেশ ৫-০ ম্যাচ নিজের নামে করেন নিখাত।


কড়া টক্কর


অপরদিকে, দুই বারের অলিম্পিক পদকজয়ী, চিনের লি কিয়ানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে নিজের জায়গা পাকা করেন লভলিনা। প্রথম রাউন্ডে দুই তারকাই একে অপরকে কড়া টক্কর দেন। ৩-২ প্রথম রাউন্ড জিতে নেন লভলিনা। স্প্লিট ডিসিশনে শেষমেশ টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী কিয়ানকে হারান অসমের লভলিনা। দিনের শেষ ম্য়াচে ৮১ কেজি বিভাগে রিংয়ে নেমেছিলেন স্বাতী। তিনিও কিন্তু লভলিনার মতো স্প্লিট ডিসিশনের সুবাদেই ম্যাচ জেতেন। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ এম্মা গ্রিনট্রিকে হারান স্বাতী। 


চার ভারতীয় বক্সারই নিজেদের ম্যাচ জেতায় বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য অন্তত চারটি রুপো কিন্তু নিশ্চিত হয়ে গেল। তবে ভারতীয় সমর্থকরা চাইবেন দেশের মাটিতে যেন চার বক্সারই নিজেদের ফাইনাল জেতেন।


আরও পড়ুন: ম্যাচেও এরকম ব্যাটিং করব, প্র্যাক্টিসে চার-ছক্কার রোশনাই ছড়িয়ে হুঙ্কার 'লেজেন্ড' রাসেলের