নয়াদিল্লি: দেশের সর্ববৃহৎ মোটর সাইকেল নির্মান কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ৯ বারের ড্র্যাগ রেসিং চ্যাম্পিয়ন হেমন্থ মুডাপ্পা। সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হল হেমন্থকে। তিনিই ড্র্যাগ রেসিং বিষয়টিকে দেশে প্রচার করেছিলেন। 


বেঙ্গালুরুর বাসিন্দা হেমন্থ ড্র্যাগ রেসিং সার্কিটে নিজের রেকর্ডই ভেঙে দিয়েছিলেন। জাতীয় ড্র্যাগ রেসিং চ্যাম্পিয়নশিপে ৫ বারের খেতাব ঝুলিতে রয়েছে হেমন্থের। ১০৫০ সিসির ওপরে বাইকে রেসিংয়ে সোনা জিতেছেন হেমন্থ। এছাড়াও ৮৫১-১০০০ সিসির বাইক রেসিংয়েও সোনা ঝুলিতে পুরেছেন হেমন্থ। 


কোম্পানির তরফ থেকে রঞ্জিভজিৎ সিংহ বলেন, ''আমরা ভীষণভাবে আনন্দিত হেমন্থ মুডাপ্পাকে আমাদের কোম্পানির সঙ্গে যোগ করাতে পেরে। ওঁনার সাম্প্রতিক জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। হেমন্থের উপস্থিতি আমাদের কোম্পানির প্রত্যেক কর্মচারী থেকে শুরু করে সবার কাজের প্রতি উৎসাহ আরও বাড়াবে। কোম্পানি আরও সমৃদ্ধ হবে। ওঁর উপস্থিতিতে ড্র্যাগ রেসিং কালচার এই দেশে আরও বাড়বে। 


হেমন্থ জানিয়েছেন, ''একটা অসাধারণ যাত্রার শুরু বলা যেতে পারে। এত বড় একটা কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে নিজে ভীষণ খুশি। আমি নিজেকে ভাগ্যবানও মনে করছি। আশা করি ড্র্যাগ রেসিংয়ের কালচারও দেশে আরও বৃদ্ধি পাবে। দেশের তরুণদের সামনের দিকে এগিয়ে আসার জন্য খেলা একটা শক্তিশালী মাধ্যম। আমি সবসময় এই কোম্পানিকে সমীহ করেছি। এখন নিজে এই কোম্পানির হয়ে প্রতিনিধিত্ব করতে পারব। এটা আমার কাছে বিশাল সৌভাগ্যের।''


উল্লেখ্য, এই কোম্পানি দেশের সর্ববৃহৎ দু’চাকা গাড়ি প্রস্তুতকারক সংস্থা। বাজাজ, টিভিএস এবং এথারের মতো সংস্থাগুলি ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে কাজ করার পর এই কোম্পানিও এই সেগমেন্টে নিজেদের স্কুটার নিয়ে আসতে আগ্রহ প্রকাশ করেছে। প্রসঙ্গত, এই তিনটি সংস্থাই এর মধ্যে দেশের বাজারে তাদের একাধিক ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে, যেখানে এই কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারটি ১ জুলাই লঞ্চ করবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চিতুরে কোম্পানির কারখানায় তৈরি করা হবে হিরো ভিডা ই-স্কুটারটি।