নয়াদিল্লি: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্যপদের জন্য মনোনীত হলেন শিল্পপতি মুকেশ অম্বানির স্ত্রী নীতা অম্বানি।
আগামী অগাস্ট মাসের ২ থেকে ৪ বসবে অলিম্পিক কমিটির সভা। সেখানে যদি নীতা নির্বাচিত হন, তাহলে তিনিই হবেন প্রথম ভারতীয় মহিলা যিনি এই শীর্ষ ক্রীড়া সংগঠনের সদস্য হবেন।
আইওসি-র তরফে এদিন এক প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রিল্যায়েন্স ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা-চেয়ারপার্সন নীতা অম্বানিকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে সংস্থার আইওসি-র ১২৯ তম অধিবেশনে নির্বাচন হবে। নিয়মানুসারে, একবার নির্বাচিত হলে তিনি ৭০ বছর পর্যন্ত সদস্য থাকবেন।
অলিম্পিক চার্টার অনুযায়ী, নীতা অম্বানিকে যে বিভাগে মনোনীত করা হয়েছে তা সেই সকল স্বেচ্ছাসেবক যাঁরা নিজ দেশে অলিম্পিকের প্রসারে কাজ করেন। তাঁরা অলিম্পিক কমিটির ভিতর সংশ্লিষ্ট দেশের প্রতিনিধি নয়।
স্যর দোরাবজি টাটা ছিলেন আইওসি-তে প্রথম ভারতীয় প্রতিনিধি। এরপর ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সদস্য ছিলেন রাজা রণধীর সিংহ। বর্তমানে তিনি সাম্মানিক সদস্য।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে মনোনীত নীতা অম্বানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jun 2016 01:25 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -