রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পদক বিজয়ীদের পুরস্কার দিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নবনির্বাচিত সদস্য নীতা আম্বানি। বিশ্বরেকর্ড করা মার্কিন সাঁতারু ক্যাথলিন লেডেকি এই ইভেন্টে সোনা জিতেছেন। রুপো পেয়েছেন গ্রেট ব্রিটেনের জ্যাজ কার্লিন এবং ব্রোঞ্জ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লিয়া স্মিথ। তাঁদের পদক দেন নীতা।
প্রথম ভারতীয় মহিলা হিসেবে কয়েকদিন আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নীতা। এরপরেই অলিম্পিকে পদক জয়ীদের পুরস্কার দেওয়ার সম্মান পেলেন তিনি।