মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের আম্পায়ারদের প্যানেল নির্বাচিত করল আইসিসি। ভারতের নীতিন মেনন রয়েছেন সেই তালিকায়। প্রথম রাউন্ড ও সুপার ১২-র জন্য যে ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের যে তালিকা ঘোষণা করেছে আইসিসি, সেখানেই রয়েছে নীতিন মেননের নাম। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন নীতিন।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ''মোট ১৬ জন আম্পায়ারকে নির্বাচিত করা হয়েছে গোটা বিশ্ব থেকে। রিচার্ড কেটেলবার্গ, নীতিন মেনন, কুমার ধর্মসেনা ও মারাইস এরাসমান গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব ছিলেন। গত বছর যে ১৬ জন আম্পায়ার সংযুক্ত আরব আমিরশাহিতে দায়িত্ব সামলেছেন টুর্নামেন্টে, তাঁরাই এবারও রয়েছেন।''
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছতে পারেনি। এই বছর অস্ট্রেলিয়ায় ভাগ্য বদলের আশায় নিকোলাস পুরানরা। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দলে নির্বাচিতও হয়েছিলেন হেটমায়ার। তবে অস্ট্রেলিয়ার বিমানে না চড়ায় তাঁকে বিশ্বকাপ দল থেকেই বাদ পড়তে হল। তাঁর বদলে বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলে ডাক পেলেন শামার ব্রুকস (Shamarh Brooks)।
ঘটনার ইতিবৃত্ত
হেটমায়ারের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রথমে যে বিমান ঠিক করেছিল, সেই বিমানে পারিবারিক কারণে চড়েননি হেটমায়ার। এর ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমনিই দুই প্রস্তুতি ম্যাচের প্রথম ম্য়াচটি থেকে ছিটকে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার। তবে হেটমায়ারের অনুরোধেই আরও একটি বিমানের ব্যবস্থা করেছিল ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। কিন্তু সেই বিমানেও চড়েননি হেটমায়ার। এর ফলেই তাঁকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে হেটমায়ারকে নাকি আগে থেকেই এই বিষয়ে জানানো হয়েছিল।
ডিরেক্টরের বক্তব্য