আগামী বছরও ভারত-পাক সিরিজের সম্ভাবনা দেখছেন না নজম শেঠি
Web Desk, ABP Ananda | 12 Dec 2016 09:00 PM (IST)
করাচি: আগামী বছরেও ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সোমবার এমনই বললেন পিসিবি এগজিকিউটিভ কমিটির প্রধান নজম শেঠি। তিনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি বদলাতে সময় লাগবে। তাই আমার মনে হয় না আগামী বছরেও দ্বিপাক্ষিক সিরিজ হবে। তবে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত আমাদের সঙ্গে খেলতে আপত্তি করবে না বলেই মনে হয়।’ পাকিস্তান সরকার সম্প্রতি ভারতের সঙ্গে সবরমক ক্রীড়া সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়েছে। ভারতকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হলে পিসিবি-ও সেই পথে হাঁটবে বলে জানিয়ে দিয়েছেন নজম শেঠি। ভবিষ্যতে ভারত-পাক সিরিজ হলেও, পাকিস্তান কোনওভাবেই ভারতের মাটিতে খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছেন নজম শেঠি। তাঁর বক্তব্য, ভারত যদি পিসিবি-র পছন্দসই কোনও নিরপেক্ষ খেলতে রাজি থাকে, একমাত্র তাহলেই সিরিজের বিষয়ে রাজি হবেন তাঁরা। এ মাসের ১৭ তারিখ কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে পিসিবি ও বিসিসিআই-এর আধিকারিকদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে নজম শেঠি বলেছেন, এই মুহূর্তে ভারত-পাক সিরিজের পক্ষে আদর্শ পরিবেশ নেই। তবে তাঁরা কলম্বোয় গঠনমূলক আলোচনার চেষ্টা করবেন।