নয়াদিল্লি: বঙ্গ ফুটবল কি আরও প্রাসঙ্গিকতা হারাবে? গুরুত্বহীন হয়ে পড়বে কলকাতা লিগ? মঙ্গলবার নয়াদিল্লিতে এআইএফএফের বৈঠকের পর এমনই আশঙ্কা করছে বঙ্গ ফুটবলমহল৷ মঙ্গলবার নয়াদিল্লির পাঁচ তারা হোটেলে ভারতের ২৯টি ক্লাবের সঙ্গে বৈঠকে বসেন ফেডারেশন ও আইএসএল কর্তৃপক্ষ৷ যেখানে সিদ্ধান্ত হয়েছে বেশ কয়েকটি বিষয়ে। ক্লাব-ফেডারেশন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে---
১. আইএসএল ও আইলিগ একসাথে চলবে৷
২. ফুটবলাররা একটাই টুর্নামেন্ট খেলতে পারবেন৷ হয় আইলিগ, নয় আইএসএল৷
৩. আইলিগের সেরা ৪টি দল ও আইএসএলের সেরা ৪টি দল নিয়ে হবে ইন্ডিয়ান সুপার কাপ৷
৪. সুপার কাপের চ্যাম্পিয়ন ও রানার্স দল খেলবে এএফসি কাপ৷
৫. ফুটবল মরসুম হবে ৭ মাসের৷
তবে পুরানো নিয়মানুযায়ী আইলিগের চ্যাম্পিয়নরা খেলবেন এসিএল প্লে অফ৷ কিন্তু এই নিয়মে আইলিগের ক্লাবগুলির চিন্তা বাড়বে বলে ধারনা বিশেষজ্ঞমহলের৷ কারন, দেশের ভালমানের ফুটবলাররা বেশি অর্থের কারনে, আইএসএলেই ঝুঁকে থাকবে৷ তখন আইলিগ ক্লাবগুলি ভালমানের ফুটবলার পেতে সমস্যা হবে বলে মত ফুটবলমহলের একাংশের৷ শুধু তাই নয়, এই আইলিগ ও আইএসএলের জোর দেওয়ায়, কলকাতা লিগের মত ঘরোয়া টুর্নামেন্ট মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ সব মিলিয়ে বৈঠকের পর কলকাতার ক্লাবগুলি নতুন চিন্তায়৷
ফেডারেশনের নতুন ভাবনায় বঙ্গ ফুটবলে আশঙ্কার মেঘ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2016 05:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -