নয়াদিল্লি: ভারতীয় দলের হেড কোচ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানাল বিসিসিআই। এক্ষেত্রে রবি শাস্ত্রীর কোচ নিযুক্ত হওয়ার খবর অস্বীকার করেছে বোর্ড। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি এখনও ক্রিকেট পরামর্শ দাতা কমিটি (সিএসি)-র বিবেচনাধীন। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।


এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ২০১৯ পর্যন্ত কোচ নিযুক্ত হয়েছেন প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। এর পরই সাংবাদিক বৈঠক করে বোর্ড সচিব অমিতাভ চৌধুরী বলেন, কোচ নিয়োগ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সিএসি বিষয়টি নিয়ে এখনও আলোচনা করছে। শাস্ত্রীর কোচ হিসেবে নিযুক্ত হওয়ার খবরের কোনও সত্যতা নেই।

গতকালই ৫ কোচ পদপ্রার্থীর ইন্টারভিউ নেন বোর্ডের পরামর্শদাতা কমিটির তিন সদস্য সৌরভ-সচিন-লক্ষ্মণ।

ইন্টারভিউর পরই নয়া কোচের নাম জানানোর কথা ছিল। কিন্তু আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়ার পর গতকাল সৌরভ জানিয়েছিলেন, অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলে কোচের নাম জানানো হবে।

এদিন বিসিসিআইয়ের প্রশাসকদের কমিটি (সিওএ) পরামর্শদাতা কমিটিকে আজই কোহলির সঙ্গে আলোচনা করে নয়া কোচের নাম ঘোষণার নির্দেশ দিয়েছে বলে খবর প্রকাশিত হয়।  কিন্তু সৌরভ এদিনই ফের জানিয়েছেন যে, কোহলির সঙ্গেই আলোচনা করে নয়া কোচের নাম ঘোষণা করা হবে।