নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার জানাল, দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরি নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিন লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেছেন, এখনও পর্যন্ত জাতীয় পর্যায়ে ভারতীয় নাগরিকদের জাতীয় পঞ্জী তৈরির কোনও সিদ্ধান্ত সরকার নেয়নি।
সরকার জাতীয় নাগরিক পঞ্জি তৈরির কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছি কিনা, এই প্রশ্নের জবাবে রাই বলেছেন, ‘না’।
এনআরসি-র কার্যপদ্ধতি ও তা কীভাবে নাগরিকদের ওপর বাড়তি বোঝা চাপাবে, এই প্রশ্নের জবাবে মন্ত্রক বলেছে, এর কোন প্রশ্নই ওঠে না।



গতকাল সোমবার বাজেট অধিবেশেন সংসদের উভয় কক্ষেই বিরোধীরা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), এনআরসি ও জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) নিয়ে বিতর্ক ও জবাব চেয়ে বিরোধী দলগুলি একাধিক নোটিশ দেয়।
রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, ডিএমকে, সিপিআই, সিপিএম, এনসিপি, আরজেডি, টিএমসি, এসপি, বিএসপি সহ প্রায় সমস্ত বিরোধী দলই সভার সমস্ত কাজ মুলতুবী রেখে সিএএ,এনপিআর ও এনআরসি নিয়ে ২৬৭ ধারায় আলোচনার জন্য নোটিশ দিয়েছে।
উল্লেখ্য, প্রস্তাবিত এনআরসি নিয়ে বিরোধিতার পথে হেঁটেছে বিরোধী এবং বিজেপির কয়েকটি শরিকদল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকবারই এনআরসি চালু করার কথা বলায় এ নিয়ে জল্পনা দানা বাঁধে।
এ সংক্রান্ত আশঙ্কা সম্পর্কে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির একটি সমাবেশে আশ্বস্ত করে বলেছিলেন, দেশজুড়ে এনআরসি চালু নিয়ে কোনও আলোচনা হয়নি।যদিও বিষয়টি খোলসা না করার জন্য বিরোধীরা সরকারকে নিশানা করে।