ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ড বোলিং আক্রমণের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ভারতের ব্যাটিং অর্ডার। দ্বিতীয় টেস্টে মাত্র আড়াই দিনের মধ্যেই অসহায় আত্মসমর্পণ টিম কোহলির। এই টেস্ট জিতে সিরিজ ২-০ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এই লজ্জার হার নিয়ে কোনও অজুহাত দিতে চান না তিনি।
গোটা টেস্ট সিরিজেই কিউই বোলারদের সামলাতে হিমশিম খেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। রান মেশিন কোহলির ব্যাটেও রানের খরা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। কোহলির সোজাসাপ্টা স্বীকারোক্তি, ম্যাচের দ্বিতীয় দিনে বোলারদের পাল্টা আঘাতের পর ব্যাটসম্যানরাই দলকে ডুবিয়েছেন।
কোহলি বলেছেন, আমরাদের মেনে নিতে কোনও দ্বিধা নেই যে, দেশের বাইরে জিততে হল ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়াতে হবে। কোনও অজুহাত নয়। সিরিজ থেকে শিক্ষা নিয়ে এগোতে চাই। টেস্টে যে ধরনের ক্রিকেট খেলতে চেয়েছিলাম, তা খেলতে পারিনি।
ভারত প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু বোলারদের দাপটে ম্যাচে ফিরে আসার সুযোগ এসেছিল। ২৩৫ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। কোনও ব্যাটসম্যানই ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে পারেননি। মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় ভারত।
কোহলি বলেছেন, বোলারদের চেষ্টা ও আক্রমণে ঝাঁপানোর মতো পরিস্থিতি তৈরি করতে ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। বোলিং ভালো হয়েছে। আমি মনে করি, ওয়েলিংটনেও আমরা ভালো বোলিং করেছিলাম।
প্রেজেন্টেশন অনুষ্ঠানে কোহলি বলেছেন, এই হারের বিশ্লেষণের জন্য ড্রয়িং বোর্ডে ফিরতে হবে।
কোহলি বলেছেন, প্রথম ম্যাচে যেভাবে ঝাঁপানোর দরকার ছিল তা হয়নি। এখানেও তেমনটা হল না। বেশ কিছু সময় সঠিক জায়গায় বোলিং করা যায়নি। ওরা প্রচুর চাপ তৈরি করেছিল। সবমিলিয়ে আমাদের পরিকল্পনা রূপায়ণ করতে পারিনি। নিউজিল্যান্ড তা যথাযথভাবে করেছে। এখন ড্রয়িং রুমে ফিরে গিয়ে ভুল শুধরে এগোতে হবে।
টস হারাটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কিনা, এই প্রশ্নেক জবাবে কোহলি বলেছেন, টসকে একটা ফ্যাক্টর মনে করা যেতে পারে, কিন্তু এই নিয়ে অভিযোগ করার কোনও জায়গা নেই। এটা দুই টেস্টেই বোলারদের অতিরিক্ত সাহায্য করেছে। কিন্তু আন্তর্জাতিক দল হিসেবে এ রকমটা হতেই পারে।
‘কোনও অজুহাত নয়’, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর বললেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2020 11:37 AM (IST)
নিউজিল্যান্ড বোলিং আক্রমণের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ভারতের ব্যাটিং অর্ডার। দ্বিতীয় টেস্টে মাত্র আড়াই দিনের মধ্যেই অসহায় আত্মসমর্পণ টিম কোহলির। এই টেস্ট জিতে সিরিজ ২-০ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -