অকল্যান্ড: প্রবীণদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ফের চমক মান কউরের। ১০১ বছর বয়সে নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিশ্ব মাস্টার্স গেমসে ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন চণ্ডীগড়ের এই অ্যাথলিট। তিনি সময় করেছেন ১ মিনিট ১৪ সেকেন্ড। এই প্রতিযোগিতায় ১০০ বছর বা তার বেশি বয়সের প্রতিযোগী একমাত্র মান কউর। ফলে তাঁর পুরস্কার পাওয়া নিশ্চিত ছিল। তবে দৌড় শেষ করার পর দর্শকরা অভিনন্দন জানিয়েছেন এই প্রবীণ মহিলাকে।


৯৩ বছর বয়সে প্রথম পেশাদার অ্যাথলিট হিসেবে ট্র্যাকে নামেন মান কউর। তার আগে কোনওদিন তিনি দৌড়ননি। ছেলে গুরদেব সিংহের কথাতেই আন্তর্জাতিক মাস্টার্স গেমসে যোগ দেন তিনি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৭টি সোনা জিতেছেন মান। তিনি বলেছেন, দৌড়ের সময় উন্নত করা নয়, প্রতিযোগিতায় যোগ দেওয়াই তাঁর লক্ষ্য।