নয়াদিল্লি: শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের পর ফের বেকায়দায় ভারতীয় ক্রিকেট। হারারেতে বিসিসিআই-এর এক স্পনসরের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে মত্ত অবস্থায় স্থানীয় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ব্যক্তিকে গ্রেফতারও করেছে জিম্বাবোয়ে পুলিশ।   গ্রেফতার হওয়া ব্যক্তি অভিযোগ অস্বীকার করে ডিএনএ টেস্টের দাবী তুলেছে। বিষয়টি নিয়ে জিম্বাবোয়েতে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে বিদেশমন্ত্রক। তবে এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেটে।   প্রথমে শোনা গিয়েছিল, এক ভারতীয় ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। জিম্বাবোয়ের সংবাদমাধ্যমে প্রচার শুরু হয়ে যায়, সেদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আর মাসাকুই ওই ক্রিকেটারের গ্রেফতারিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে ভারত সরকারিকভাবে এই খবর অস্বীকার করে বলেছে, যে ব্যক্তি গ্রেফতার হয়েছেন তিনি বোর্ডের স্পনসরের সঙ্গে যুক্ত। ধৃত ব্যক্তি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।   বিসিসিআই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। গোটা ঘটনা না জেনে কোনও মন্তব্য করবেন না।