ঢাকা: বাংলাদেশে এক অধ্যাপকের ওপর হামলায় জড়িত সন্দেহে ধৃত এক কিশোর গতকাল বন্দুক-যুদ্ধে মারা গেল বলে পুলিশ জানিয়েছে। কয়েকদিন আগেই সে নাজিমুদ্দিন গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজের অঙ্কের অধ্যাপক রিপন চক্রবর্তীর ওপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ। বাড়িতে ঢুকে ওই অধ্যাপককে ধারাল অস্ত্র দিয়ে তাঁর মাথা, ঘাড় ও কাঁধে আঘাত করা হয়। তিনজন দুষ্কৃতী এই হামলা চালায় বলে অভিযোগ। তাদের মধ্যে গোলাম ফৈজুল্লাহ ফাহিম ধরা পড়ে যায়।তাকে জেরার জন্য হেফাজতে নেয় পুলিশ। তার সঙ্গীদের সন্ধানে গতকাল ফাহিমকে নিয়ে যাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। সেই সময়ই খেতের সামনে আক্রমণের মুখে পড়ে পুলিশ।
মাদারিপুর থানার পুলিশ প্রধান সারওয়াল হোসেন জানিয়েছেন, একটি পাট খেতের কাছে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। ওই গুলি বিনিময়ের সময় গুরুতর জখম হয় ফাহিম। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
বাংলাদেশে অধ্যাপকের ওপর হামলায় ধৃতর বন্দুক-যুদ্ধে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jun 2016 06:30 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -