নয়াদিল্লি: রাজনীতিবিদ ও বলিউড তারকাদের টপকে ২০১৬ সালে ইয়াহুর নিউজমেকারদের তালিকার শীর্ষে ভারতের মহিলা ক্রীড়াবিদরা। রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে রুপো জয়ী পিভি সিন্ধু, কুস্তিতে ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক, জিমন্যাস্টিক্সে চতুর্থ হওয়া দীপা কর্মকার, কুস্তিগীর ভিনেশ ফোগাতরাই এ বছরের সেরা নিউজমেকার।

এ বছর যে ক্রীড়াবিদদের সবচেয়ে বেশি সার্চ করেছেন ইয়াহু ব্যবহারকারীরা, তার শীর্ষে সিন্ধু, দু নম্বরে দীপা। সেরা দশে ক্রিকেটারদের মধ্যে মাত্র তিন জন। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি। এ বছর সবচেয়ে বেশি সার্চ করা নিউজি টার্ম আইপিএল। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রিও অলিম্পিক।

ভারতের যে রাজনীতিবিদদের সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে, সেই তালিকার শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। মহিলা সেলেবদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সানি লিওনকে।