দুবাই: বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের নিষ্পত্তি হয়েছিল বিতর্কিতভাবে। টাই হওয়া ম্যাচ সুপার ওভারেও টাই হওয়ায় বাউন্ডারি বেশি মারার নিরিখে জয়ী ঘোষণা করা হয়েছিল ইংল্যান্ডকে। এবার সেই নিয়মই বদলে ফেলল আইসিসি। বিশ্বক্রিকেটে তৈরি হওয়া প্রবল ক্ষোভের ধাক্কা সামলাতে।
দুবাইয়ে আইসিসি-র বোর্ড মিটিংয়ে ঠিক হল, এবার থেকে যে কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল পর্যায়ের ম্যাচ সুপার ওভারে গড়ানোর পর সেখানেও যদি টাই হয়, তাহলে বাউন্ডারির সংখ্যা গোনা হবে না। বরং ফের আর একটা করে সুপার ওভার খেলা হবে। তাতেও টাই হলে আবার সুপার ওভার। ম্যাচের সরাসরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। অনেকটা ফুটবলের সাডেন ডেথের আদলে।
এই নিয়ম আগেই থাকলে বিশ্বকাপের ফাইনাল আর একটা সুপার ওভারে গড়াত। বাউন্ডারির সংখ্যায় এগিয়ে থাকায় ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হতে পারত না।
আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, আইসিসি-র ক্রিকেট কমিটি ও এগজিকিউটিভ কমিটি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে ঠিক হয়েছে, টি-২০ ও ৫০ ওভারের বিশ্বকাপের সব ম্যাচেই এখন থেকে সুপার ওভারে টাই হওয়া ম্যাচের নিষ্পত্তি করা হবে। আগে শুধু নক আউটেই এই নিয়ম প্রযোজ্য ছিল।
সুপার ওভার টাই হলে আর বাউন্ডারির সংখ্যায় ম্যাচের নিষ্পত্তি নয়, ঘোষণা আইসিসি-র
Web Desk, ABP Ananda
Updated at:
14 Oct 2019 11:11 PM (IST)
বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের নিষ্পত্তি হয়েছিল বিতর্কিতভাবে। টাই হওয়া ম্যাচ সুপার ওভারেও টাই হওয়ায় বাউন্ডারি বেশি মারার নিরিখে জয়ী ঘোষণা করা হয়েছিল ইংল্যান্ডকে। এবার সেই নিয়মই বদলে ফেলল আইসিসি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -