নয়াদিল্লি: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তিকে স্বাগত জানিয়ে কংগ্রেসের ‘ন্যয়’ প্রকল্পের ভাবনা নির্মাণে তিনি সাহায্য করেছেন বলে জানালেন রাহুল গাঁধী। ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচারের অন্যতম প্রধান বিষয়, ছিল ন্যায়। এর মাধ্যমে সমাজের গরিব অংশ সুফল পাবে বলে দাবি করেছিল কংগ্রেস। রাহুলের আজকের দাবি, গরিবি নির্মূল করে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার শক্তি ছিল এই স্কিমের। এদিন রাহুল ট্যুইটে নোবেল সম্মানের জন্য বাছাই হওয়ায় অভিজিৎ বিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন। বলেন, অর্থনীতির নোবেল পাচ্ছেন বলে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। গরিবিকে ধ্বংস করে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষমতাসম্পন্ন ন্যয় কর্মসূচির ভাবনা নির্মাণে তিনি সাহায্য করেছিলেন। আর আজ আমরা দেখছি মোদিনমিক্স, যা অর্থনীতিকে ধ্বংস করে গরিবিকে পুষ্ট করছে।


কংগ্রেস গত লোকসভা ভোটে ন্যূনতম আয় গ্যারান্টি স্কিমের (ন্যয়) প্রতিশ্রুতিতে বলেছিল, ক্ষমতায় এলে দেশের গরিবতম পরিবারগুলির ২০ শতাংশকে মাসে ৬ হাজার টাকা করে বছরে ৭২০০০ টাকা আয় নিশ্চিত করবে তারা। এভাবে গরিবির বিরুদ্ধে লড়বে তারা।
অভিজিৎ বিনায়কের সঙ্গে যৌথ ভাবে নোবেল পাচ্ছেন তাঁর ফরাসি-মার্কিন স্ত্রী এস্থার ডাফলো, মার্কিন অর্থনীতিবিদ মিশেল ক্রেমারও, ‘বিশ্বজুড়ে দারিদ্র্য হটানোয় তাঁদের পরীক্ষানিরীক্ষামূলক দৃষ্টিভঙ্গির জন্য’।
তিনজনকেই অভিনন্দন জানিয়েছেন সনিয়া গাঁধীও। কংগ্রেস সভানেত্রী বলেছেন, অধ্যাপক বন্দ্যোপাধ্যায় যে দেশে জন্মেছেন, তাকে যেমন গর্বিত করেছেন নিজের চমত্কার সাফল্যের মাধ্যমে, তেমনই তিনি ও ও তাঁর সহ প্রাপকরা ভারত সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি পেতেও সাহায্য করেছেন। ওঁদের পদ্ধতি-প্রক্রিয়া, দৃষ্টিভঙ্গি ও পরীক্ষানিরীক্ষা দৃষ্টান্তমূলক ও বিরাট সমসাময়িক তাত্পর্য্যপূর্ণ। নোবেল প্রাপক হিসাবে তাঁর স্বীকৃতি প্রতিটি ভারতীয়কে খুশি করেছে।