মুম্বই: আগামী বছরের ৫ জুন ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে মাত্র ১৩ টি ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত। ওই ম্যাচগুলিতে দলের বর্তমান ১৫ জন খেলোয়াড়কেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চায় ভারত। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, দলে আর কাউকে বাদ দেওয়া এবং রদবদল হবে না।
শাস্ত্রীর ইঙ্গিত, এখন থেকে বর্তমান ১৫ খেলোয়াড়ই খেলবেন এবং তাঁরাই ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে নামবেন।
অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠকে শাস্ত্রী বলেছেন, আমরা এই ১৫ জনকেই খেলানোর চেষ্টা করব, যারা বিশ্বকাপে যাবে। কাউকে বাদ দেওয়া বা বদল করার পর্ব শেষ হয়ে গিয়েছে।
শাস্ত্রী বলেছেন, এখন লক্ষ্য স্থির করার সময় এবং একটা ইউনিট হিসেবে খেলার সময় চলে এসেছে। দেখতে হবে, খুব বেশি চোট-আঘাত না লাগে যাতে অন্যদিকে তাকাতে না হয় এবং এখান থেকেই দল বেছে নেওয়া যায়। আমাদের হাতে খুব বেশি ম্যাচ নেই। মাত্র ১৩ ম্যাচ খেলব। তাই এই ম্যাচগুলিতে সেরা দল নামানোর দিকেই লক্ষ্য থাকবে।
অস্ট্রেলিয়া সফরে তিনটি একদিনের ম্যাচ খেলবে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ এবং আগামী বছরের গোড়াতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে মেন ইন ব্লু।
আগামী ৬ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। অ্যাডিলেডে প্রথম টেস্ট। শাস্ত্রী বলেছেন, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে বিগত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
কোচের দাবি, সমস্ত ফর্ম্যাটেই দলের প্রচুর অগ্রগতি হয়েছে। ইংল্যান্ডের স্কোরলাইনের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, বিদেশি পরিবেশে দলের পারফরম্যান্সে তিনি খুশি।
শাস্ত্রী আশাবাদী, আগের সফরগুলির ভুল থেকে শিক্ষা নেবে খেলোয়াড়রা।
বিশ্বকাপের আগে দলে আর ছাঁটাই ও রদবদল নয়, জানালেন কোচ শাস্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Nov 2018 07:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -