নয়াদিল্লি: বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে গত ১৫ বছরের সেরা বলে মন্তব্য করেছিলেন কোচ রবি শাস্ত্রী। কিন্তু ভারতীয় দলের কোচের ওই বক্তব্যের সঙ্গে সহমত নন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। তিনি তাঁর কেরিয়ারে যে ভারতীয় দলগুলির বিরুদ্ধে খেলেছেন, সেই সব দলগুলির তুলনায় কোহলির নেতৃত্বাধীন দল সেরা কিনা, তা নিয়ে নিশ্চিত নন স্টিভ।
এক সাক্ষাত্কারে স্টিভ বলেছেন, ‘আমি ভারতের একাধিক দলের বিরুদ্ধে খেলেছি ঠিকই। কিন্তু সেই দলগুলোর চেয়ে এই দলটা ভাল কিনা, সেই ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই।’
৫৩ বছরের স্টিভ বলেছেন, এই ধরণের মন্তব্য বোধহয় না করাই ভাল। এতে দলের ওপর বাড়তি চাপ পড়ে। তাঁর কথায়, একটা সময় দল যখন হারতে শুরু করবে, তখন এ জন্য প্রচুর সমালোচনার মুখে পড়তে হবে ভারতীয় দলকে। এটা ভালো যে, শাস্ত্রী তাঁর দলের ক্ষমতায় বিশ্বাসী। কিন্তু এ ধরনের মন্তব্যে প্রকাশ্যে না করাটাই উচিত।
কিছুদিন পরেই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে সমস্যা জর্জরিত অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে তাদের ঘরের মাঠে হারানোর দারুণ সুযোগ বলে অনেকেই মন্তব্য করেছেন। কিন্তু স্টিভ মনে করেন এ সব সমস্যা সত্ত্বেও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোটা খুবই কঠিন হবে। কারণ, অজি বোলিং অ্যাটাক বিশ্বের যে কোনও দলের মতোই ভালো। ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে ৩৫০ রান তুলে দিতে পারলে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন কাজ হবে। কেউ না কেউ উঠে আসবে এবং এ ধরনের খেলার এটাই বৈশিষ্ট্য।
স্টিভ বলেছেন, অস্ট্রেলিয়াই সিরিজ জিতবে বলে তিনি আশাবাদী। তবে সিরিজে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
স্টিভ বিরাট কোহলির প্রশংসা করেছেন। ধারাবাহিকতার জন্য তিনি কোহলিকে সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার মতো কিংবদন্তীর সঙ্গেও তুলনা করেছেন। প্রাক্তন অজি অধিনায়ক বলেছেন,‘বিরাট গ্রেট প্লেয়ার। আর বড় মুহূর্তগুলো ও উপভোগ করতে জানে।অনেকটা তেন্ডুলকর ও লারার মতো। ওরা এগুলোর জন্য অপেক্ষা করে যেখানে ওরা নিজেদের সেরাটা দিতে চায়। বিরাট নিঃসন্দেহে বিপজ্জনক ব্যাটসম্যান। তবে ভারতীয় দলে অনেক ভাল ভাল ব্যাটসম্যানও আছে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘কোহলির দল সেরা’ ,শাস্ত্রীর এই দাবিতে সায় নেই স্টিভ ওয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Nov 2018 04:34 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -