করাচি: টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের। এবার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে মহম্মদ আলি নামে এক বোলার এই কৃতিত্ব অর্জন করলেন। তাঁর কৃতিত্ব আরও বেশি। কারণ ১০ উইকেট নেওয়ার ক্ষেত্রে কোনও ফিল্ডারের সাহায্যই দরকার হয়নি। ৯ জন ব্যাটসম্যানকে বোল্ড এবং একজনকে এলবিডব্লু করেছেন মহম্মদ।

পাকিস্তানের তিন নম্বর জোনের হয়ে সাত নম্বর জোনের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন মহম্মদ। টসে জিতে প্রথমে ব্যাট করে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় সাত নম্বর জোন। মহম্মদ জোড়া উইকেট নেন। প্রথম ইনিংসে ২১৮ রানের লিড নেয় তিন নম্বর জোন। এরপরেই দেখা যায় মহম্মদের জাদু। এই ডান হাতি পেসারের দাপটে মাত্র ২৩ রানেই শেষ হয়ে যায় বিপক্ষের দ্বিতীয় ইনিংস।

পাকিস্তানের এই ঘরোয়া প্রতিযোগিতা প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা পায় না। ফলে মহম্মদের এই কৃতিত্ব রেকর্ডবুকে ঠাঁই পাবে না। তবে তাতে তাঁর কৃতিত্ব খাটো হচ্ছে না। এই পারফরম্যান্স মহম্মদকে জাতীয় দলে সুযোগ করে দিতে পারে।