করাচি: ভাল পারফরম্যান্স না দেখাতে পারা সত্ত্বেও বেশ কয়েকজন ক্রিকেটারকে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন প্রাক্তন অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ। তাঁর দাবি, পাকিস্তানের বর্তমান দলের কোনও ব্যাটসম্যানই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলে সুযোগ পাবেন না।
নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে মিঁয়াদাদ বলেছেন, ‘আমি ওদের প্রশ্ন করতে চাই, পাকিস্তানে কি এমন কেউ আছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতীয় দলের কোনও খেলোয়াড়ের বদলে সুযোগ পেতে পারে? আমাদের কোনও ব্যাটসম্যানই এই দলগুলিতে খেলতে পারবে না। আমাদের বোলার আছে, কিন্তু ব্যাটিং লাইনআপে কেউ নেই।’
মিঁয়াদাদ আরও বলেছেন, ‘এই বিশ্ব প্রতিদিনের পারফরম্যান্স ও বেতনের ভিত্তিতে চলে। আজ রান করো, টাকা নাও, চলে যাও। আগামীকাল ফের রান করো, তাহলে আমরা আবার তোমাকে টাকা দেব। তুমি পেশাদার ক্রিকেটার। তুমি যদি কাজ বা রান না করো, তাহলে কেন টাকা নেবে? এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাজ। ওদের নিশ্চিত করতে হবে, কেউ যেন পারফরম্যান্স ছাড়া ক্রিকেট দলে সুযোগ না পায়।’
সম্প্রতি পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শাহজাদ বলেছেন, ‘আমার যা ফিটনেস ও দক্ষতা আছে, তাতে মনে হচ্ছে আরও ১২ বছর পাকিস্তানের হয়ে খেলতে পারব।’ এর পরিপ্রেক্ষিতে মিঁয়াদাদ বলেছেন, ’১২ বছর কেন? আমি তোমাকে বলছি, তুমি ২০ বছর খেলতে পারবে। কিন্তু তোমাকে ভাল পারফরম্যান্স দেখাতে হবে। তুমি যদি রোজ ভাল খেলতে পারো, তাহলে কেউ তোমাকে দল থেকে বাদ দিতে পারবে না। খেলোয়াড়রা যখন পারফরম্যান্স দেখাতে পারে না বা চাপের কাছে নতিস্বীকার করে, তখনই দল থেকে বাদ পড়ে। খেলোয়াড়দের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে মাঠে পারফরম্যান্স দেখানো উচিত।’
পাকিস্তানের ক্রিকেট নীতির তীব্র সমালোচনা করে মিঁয়াদাদ বলেছেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলি একেকটি সিরিজের ভিত্তিতে খেলোয়াড় বাছাই করে। আগের সিরিজে কেউ ৫০০ রান করলেও, তার কথা ভুলে যাওয়া হয়। পাকিস্তানই একমাত্র দল, যেখানে শতরান করার পর ১০টি ইনিংস খেলার সুযোগ পাওয়া যায়। খেলোয়াড়রা টানা ব্যর্থ হতে থাকে। কিন্তু কেউ সেটা নিয়ে ভাবে না। সেই কারণেই দলে এত সমস্যা। উদাহরণ হিসেবে ভারতীয় দলের কথা বলা যায়। ওদের ক্রিকেটাররা ৭০, ৮০, ১০০, ২০০ রান করে। সেটাকে পারফরম্যান্স বলে। কিন্তু আমাদের দলের কেউই বিশ্বের প্রথমসারির দলগুলিতে খেলতে পারবে না।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তানের কোনও ব্যাটসম্যানই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দলে সুযোগ পাওয়ার যোগ্য না, দাবি মিঁয়াদাদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2020 09:14 PM (IST)
সম্প্রতি পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শাহজাদ বলেছেন, ‘আমার যা ফিটনেস ও দক্ষতা আছে, তাতে মনে হচ্ছে আরও ১২ বছর পাকিস্তানের হয়ে খেলতে পারব।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -