শান্ত থাকলে কোনও রান তাড়া করাই অসম্ভব নয়, বলছেন ধোনি
Web Desk, ABP Ananda | 23 Apr 2017 04:24 PM (IST)
পুণে: ফর্মে ফিরেছেন মহেন্দ্র সিংহ ধোনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলে রাইজিং পুণে সুপারজায়ান্টসকে জিতিয়েছেন প্রাক্তন অধিনায়ক। এই ইনিংসের মাধ্যমে সমালোচকদের জবাব দিয়েছেন ধোনি। তিনি বুঝিয়ে দিয়েছেন, এখনও ফিনিশারের ভূমিকায় সফল হতে পারেন। এবার ধোনি বলে দিলেন, শান্তভাবে খেলতে পারলে কোনও রান তাড়া করাই অসম্ভব নয়। গতকাল ১৭৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে শেষদিকে প্রবল চাপে পড়ে গিয়েছিল পুণে। শেষ ৩ ওভারে দরকার ছিল ৪৭ রান। এই চাপের মুহূর্তে ফের নিজের জাত চেনান ধোনি। তাঁর ৩৪ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস পুণেকে ম্যাচ জেতায়। শেষ বলে চার মারেন ধোনি। ফর্মে ফেরার পর ধোনি বলেছেন, ‘কোনও রান রেটই তাড়া করে জেতা অসম্ভব নয়। বিপক্ষের বোলারদের পারফরম্যান্সের উপর রান তাড়া করা নির্ভর করে। তাই ওভারপ্রতি রান রেট সাত, আট, নয়, দশ যাই হোক না কেন, সেটা কোনও ব্যাপার না। শান্ত থাকাটাই আসল ব্যাপার। স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। আমার মনে হয় বিপক্ষ খারাপ খেললে এবং একইসঙ্গে আমরা ভাল খেললে শেষ চার ওভারে ৬০ রান করাই যায়।’