নয়াদিল্লি:ঘাড়ে চোটের কারণে কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এরফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে কোহলির প্রস্তুতির পরিকল্পনা ধাক্কা খেল। বিসিসিআই জানিয়েছে, এই চোট সারাতে তিন সপ্তাহ রিহ্যাবিলিটেশনে থাকতে হবে কোহলিকে। এরপর আগামী ১৫ জুন তাঁর ফিটনেস পরীক্ষা হবে। এই পরীক্ষাতেই বোঝা যাবে তিনি জুনের শেষ সপ্তাহে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি ২০ ম্যাচে খেলতে পারবেন কিনা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ওই দুটি ম্যাচ হবে।
জুলাইয়ের গোড়ায় টি ২০ ম্যাচ দিয়ে ইংল্যান্ড সফর শুরু হবে ভারতীয় দলের।
গত ১৭ মে বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচে ফিল্ডিংয়ের সময় ঘাড়ে চোট পেয়েছিলেন কোহলি। বোর্ডের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরি এক প্রেস বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
জুন মাসে সার সিসিসি-র হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার কথা ছিল কোহলির। কিন্তু চোটের কারণে কাউন্টিতে খেলতে পারবেন না তিনি। বোর্ডের মেডিক্যাল দলের পর্যালোচনা ও বিভিন্ন স্ক্যান রিপোর্ট এবং এক বিশেষজ্ঞর পরামর্শর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের আগে কোহলি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছে বোর্ডের মেডিক্যাল টিম।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, স্লিপড ডিস্কের কারণে কাউন্টি খেলা হয়ত হবে না কোহলির। চোট যাতে আরও না বাড়ে, তার জন্য তাঁকে কাউন্টি না খেলার পরামর্শ দিয়েছেন চিকিত্সক।
উল্লেখ্য, আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। এজন্য আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন তিনি। আগামী জুন মাসে সারে-র হয়ে কাউন্টি খেলার জন্য চুক্তি করেছেন কোহলি।

গতকাল তিনি হাসপাতালে গিয়েছিলেন। এই ঘটনা ঘিরেই তাঁর মেরুদণ্ডের চোট নিয়ে জল্পনা শুরু হয়। বিভিন্ন সূত্রে দাবি করা হয় যে, স্লিপ ডিস্ক ধরা পড়েছে কোহলির। তাই সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন না তিনি। যদিও কোহলির চোট স্লিপ ডিস্ক নয় বলে জানান বিসিসিআই-এর এক পদস্থ আধিকারিক। কোহলির কাউন্টি ক্রিকেট খেলা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে অবগত ওই আধিকারিক ব্যাখ্যা দিয়ে বলেছেন, কোহলির যেটা ধরা পড়েছে, তা ঘাড়ের সমস্যা, স্লিপ ডিস্ক নয়।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেছেন, বিরাটের ক্লান্তি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে এবং এটা চোটের থেকেও অনেক বেশি অত্যধিক পরিশ্রম সংক্রান্ত বিষয়। তবে এটা আদপেই স্লিপ ডিস্ক নয়। এখন আমরা বিরাটের পরিশ্রম সংক্রান্ত বিষয়টি পর্যবেক্ষণ করছি। তাঁর কাউন্টি খেলা কাটছাঁট করা যায় কিনা, সে বিষয়ে আমরা পরিকল্পনা করছি। তিনি সেখানে দুটি চারদিনের ম্যাচ খেলবেন, রয়্যাল লন্ডন কাপের ৫০ ওভারের পাঁচটি ম্যাচ খেলবেন না তিনি।
খার হাসপাতালের মেরুদণ্ড সংক্রান্ত সার্জনের কাছে কোহলি গিয়েছিলেন কিনা, এই প্রশ্নের উত্তরে ওই আধিকারিক বলেছেন, জয়পুরে আইপিএলের ম্যাচে তিনি ঘাড়ে আঘাত পেয়েছিলেন। ব্যাথা কমে গিয়েছে। সতর্কতামূলক পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন।

এরপর বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোহলির চোট নিয়ে খোলসা করল।