লন্ডন: জুয়াড়িদের সঙ্গে কথা বলার ঘটনা গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক শাকিব আল হাসান দু’বছরের জন্য নির্বাসিত হলেও, এই সাজা যথেষ্ট নয় বলেই মত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের। তাঁর ট্যুইট, ‘শাকিব আল হাসানের প্রতি কোনওরকম সহানুভূতি নেই। এই প্রজন্মের ক্রিকেটাররা কী করতে পারবে আর কী করতে পারবে না, সে বিষয়ে তাদের অবহিত করা হয়। কোন বিষয়টি সঙ্গে সঙ্গে উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে হবে, সেটাও বলে দেওয়া হয়। তাই শাকিবের ২ বছরের নির্বাসন যথেষ্ট নয়। আরও দীর্ঘ নির্বাসন হওয়া উচিত ছিল।’



পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা আবার বলেছেন, ‘শাকিব আল হাসানের নির্বাসন সব ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদের কাছে শিক্ষণীয় ঘটনা। কেউ যদি খেলার প্রতি শ্রদ্ধাশীল না হয় এবং নিয়ম-কানুন লঙ্ঘন করে নিজেকে খেলার ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তার পতন হবেই। এটা দুঃখজনক।’



শাকিবের বিরুদ্ধে যে তিনটি ধারায় অভিযোগ এনেছিল আইসিসি-র দুর্নীতি দমন শাখা, সেগুলি মেনে নিয়েছেন তিনি। নির্বাসনের সময় যদি সব শর্ত মেনে চলেন, তাহলে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ফের খেলা শুরু করতে পারেন এই অলরাউন্ডার।