ব্রিসবেন: ভারতীয় দলের বিদেশে খারাপ পারফরম্যান্সের সমালোচনায় অখুশি প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁর দাবি, এখন কোনও দলই বিদেশে ভাল পারফরম্যান্স দেখাতে পারে না। তা সত্ত্বেও শুধু ভারতীয় দলেরই সমালোচনা করা হয়।
ভারতীয় দল সাম্প্রতিক অতীতে দক্ষিণ আফ্রিকায় ১-২ ফলে এবং ইংল্যান্ডে ১-৪ ফলে টেস্ট সিরিজ হেরেছে। এই দুই সফরেই ভারতের জয়ের সম্ভাবনা দেখছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বিরাট কোহলির দল হতাশ করেছে। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতীয় দল। সেখানে সিরিজ শুরু হওয়ার আগে শাস্ত্রী বলেছেন, ‘আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা যখন বিদেশ সফরে যাচ্ছি এবং অন্য দলগুলির বিদেশ সফরের দিকে তাকাচ্ছি, তখন দেখছি খুব বেশি দল বিদেশে ভাল পারফরম্যান্স দেখাতে পারছে না। ন’য়ের দশক ও এই শতাব্দীর গোড়ায় অস্ট্রেলিয়া কিছুদিন বিদেশে ভাল খেলেছিল। দক্ষিণ আফ্রিকা কিছুদিন বিদেশে ভাল পারফরম্যান্স দেখিয়েছিল। এই দু’টি দল ছাড়া গত ৫-৬ বছরে আর কোন দল বিদেশে ভাল পারফরম্যান্স দেখিয়েছে? শুধু ভারতকে আলাদা করা হয় কেন?’
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের লড়াই কঠিন হবে বলেই ধারণা শাস্ত্রীর। অস্ট্রেলিয়া দল শক্তি হারিয়েছে বলেও মনে করেন ভারতের প্রধান কোচ। এই সফরে ভারতের পেসারদের ভাল পারফরম্যান্সের বিষয়ে তিনি আশাবাদী।
এখন কোনও দলই বিদেশে ভাল পারফরম্যান্স দেখাতে পারে না, শুধু ভারতকে কেন দোষ দেওয়া হয়, প্রশ্ন শাস্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
18 Nov 2018 04:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -