দেখুন: অজি উইকেটরক্ষক পিটার নেভিলের ‘সুপারহিউম্যান’ ক্যাচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Nov 2018 01:31 PM (IST)
নয়াদিল্লি:উইকেটের পিছনে তিনি যে যথেষ্ট দক্ষ, এ কথা ফের প্রমাণ করলেন অস্ট্রেলিয় উইকেটরক্ষক পিটার নেভিল। আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে সফল হতে পারেননি ৩৩ বছরের এই ক্রিকেটার।কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে এসেছেন। শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলেস ব্লুজ দলের অধিনায়ক তিনি। গতকাল শনিবার ক্যানবেরার মানুকা ওভালে জেএলটি শেফিল্ড শিল্ডের ম্যাচে অসাধারণ একটা ক্যাচ ধরলেন নেভিল। প্রথমবার বল হাতে গেলে পড়ে যায়। কিন্তু মাটি ছোঁয়ার আগেই বলটি অসামান্য দক্ষতায় ধরে ফেলেন তিনি।