নয়াদিল্লি: আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে মোটেই ভারতের ব্যাটিং লাইনআপ বনাম পাকিস্তানের পেস ব্যাটারি হিসেবে দেখছেন না গৌতম গম্ভীর। তাঁর বিশ্বাস, পাকিস্তানের পেসাররা ভারতের ব্যাটসম্যানদের কোনওভাবেই বিপদে ফেলতে পারবেন না। তবে মহম্মদ আমির পরিবেশ-পরিস্থিতিকে কাজে লাগিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারেন।


অভিজ্ঞ ব্যাটসম্যান গম্ভীর পাকিস্তানের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি বলেছেন, ‘গত কয়েক বছর ধরে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের ব্যাটসম্যানদের সঙ্গে পাক পেসারদের লড়াই। অতীতে শোয়েব আখতার, উমর গুলের মতো পেসাররা ছিল। এখন আছে মহম্মদ আমির। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিচ যেরকম পাটা, তাতে ভারতের ব্যাটিং লাইনআপের সামনে কোনও বিপদ দেখছি না। পরিস্থিতি সহায়ক হলে একমাত্র আমির অসাধারণ কিছু করতে পারে।’

ভারতীয় দল প্রসঙ্গে গম্ভীর বলেছেন, ওভালের পিচে যেরকম বাউন্স আছে, তাতে রবিচন্দ্রন অশ্বিনের বদলে উমেশ যাদবকে খেলানো উচিত। অশ্বিনও অসাধারণ বোলার। কিন্তু উপমহাদেশের দলগুলি স্পিন বোলিং ভাল খেলে। তাই উমেশকেই দলে রাখা উচিত। ভারতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি। এক্ষেত্রে পিছিয়ে আছে পাকিস্তান। তাই স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে পরিকল্পনা অনুযায়ী নিজেদের খেলা খেলতে পারলে ভারত জয় পাবে।