করাচি: আকর্ষণীয় বোনাসের ‘টোপ’ সত্ত্বেও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান ক্রিকেট লিগের ফাইনালে খেলতে সে দেশে যেতে রাজি হলেন না ইংল্যান্ডের টি-২০ বিশেষজ্ঞরা।
দীর্ঘদিন ধরেই ঘরোয়া পাকিস্তান ক্রিকেট লিগের ফাইনাল লাহোরে করার চেষ্টায় রয়েছে পাক ক্রিকেট বোর্ড। এর জন্য তারা বিদেশি ক্রিকেটারদের বোঝানোর কোনও কসুর করেনি। তাদের দাবি, লাহোর এখন ভীষণই নিরাপদ।
যদিও, ইংল্যান্ড ক্রিকেটাররা তা মানতে রাজি নয়। খবরে প্রকাশ, প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন এবং ইংল্যান্ড টি-২০ দলের তরুণ তুর্কি টাইমাল মিলসকে প্রস্তাব দিয়েছিল পিসিবি।
জানা গিয়েছে, দুজনই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনকী, পিটারসেন ও মিলসকে রাজি করাতে বিপুল পরিমাণ বোনাস দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। সূত্রের খবর, ২ জনকে ১০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন ডলার বোনাসের ‘টোপ’-ও দেওয়া হয়েছিল।
যদিও, কোনও কিছুই কাজে আসেনি। পিটারসেন ও মিলস জানিয়ে দেন, তাঁরা লাহোরে যাবেন না। ইতিমধ্যে, পিটারসেন লন্ডনে ফিরে গিয়েছেন। তা তিনি টুইট করে জানিয়ে দেন। পিটারসেন ও টাইমাল মিলস সহ ইংল্যান্ডের তিন ক্রিকেটার কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স-এর হয়ে খেলেন। এই দল ফাইনালে পৌঁছেছে।
শুধু ইংল্যান্ড নয়, পাকিস্তানের বিভিন্ন দলে খেলা বহু বিদেশি ক্রিকেটারই একইভাবে লাহোরে না খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছেন – ক্রিস গেইল, কায়রন পোলার্ড, কুমার সঙ্গকরা এবং মাহেলা জয়বর্ধনে, ডোয়েন স্মিথ, স্যামুয়েল বদ্রি, ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসন ও ক্রিস জর্ডান।
এমনকী, কয়েকজন বিদেশি ধারাভাষ্যকারও লাহোরে যেতে রাজি নন বলে জানা গিয়েছে।