নয়াদিল্লি: আইসিসি-র পর এবার পুণেতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের পিচ নিয়ে সরব হলেন প্রাক্তন বিসিসিআই সচিব অজয় শিরকে। সুপ্রিম কোর্টের নির্দেশে বরখাস্ত হওয়া শিরকের দাবি, ইচ্ছাকৃতভাবে পুণের পিচ খারাপ করা হয়েছিল কি না, সেটা নিশ্চিত করার জন্য সিবিআই তদন্ত হওয়া উচিত।

পুণের ঘটনাকে ‘পিচ ফিক্সিং’ আখ্যা দিয়ে শিরকে বলেছেন, ‘সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কাছ থেকে সিবিআই তদন্তের উদ্যোগ দেখতে চাইছি। অতীতে বেশ কয়েকবার ভারতে ইচ্ছাকৃতভাবে পিচ খারাপ করা হয়েছে। এবার এই কেলেঙ্কারির মূলে আঘাত করার সময় এসেছে। প্রমাণ ছাড়া একে অপরের দিকে আঙুল তোলার আগে আমি চাই প্রকৃত দোষীকে চিহ্নিত করার জন্য সিবিআই তদন্ত হোক।’

২০১৩ সালে আইপিএল-এ স্পট-ফিক্সিং কেলেঙ্কারির কথা উল্লেখ করে শিরকে বলেছেন, সেবার বিসিসিআই-এর সব পদাধিকারীকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার আদালত নিযুক্ত প্রশাসকরা কী ব্যবস্থা নেন, সেটা দেখতে হবে। পুণেতে বরাবর সিমিং উইকেট হয়েছে। এবার হঠাৎ কী হল? স্থানীয় কিউরেটর কি পাগল হয়ে গিয়েছেন? এর জবাব খুঁজে বার করতে হবে।