নরওয়ে: কেরিয়ারের সপ্তম নরওয়ে দাবা চ্যাম্পিয়নশিপ (Norway Chess 2025) জিতে নিলেন ম্য়াগনাস কার্লসেন (Magnus Carlsen)। পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়ন দাবায়। এবারের টুর্নামেন্টে গুকেশের কাছেই হেরে গিয়েছিল। টেবিলে থাপড় মেরে হতাশা ব্যক্ত করতেও দেখা গিয়েছিল কার্লসেনকে। তবে এবার গুকেশের ভুলের জন্য়ই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে গেলেন বিশ্ববিখ্য়াত এই দাবাড়ু। আমেরিকার গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে হেরে তৃতীয় স্থানে শেষ করলেন ডি গুকেশ (D Gukesh)। তিনটি পুরো পয়েন্টই ঝুলিতে পুরলেন আমেরিকার গ্র্যান্ডমাস্টার।

গুকেশের জন্য় দিনটা একেবারেই ভাল ছিল না। ২০১৮ সালের নরওয়ে দাবা চ্যাম্পিয়ন কারুয়ানার বিরুদ্ধে শুরুতেই চাপে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকই ম্য়াচে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ভারতের এই গ্র্যান্ডমাস্টার। কিন্তু পারেননি। গুকেশ নিজে এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে ঘড়ির সময় অনুযায়ী ম্য়াচ শেষের ২ সেকেণ্ড আগেই মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করে বেরিয়ে যান।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লসেন ১৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। কারুয়ানা দ্বিতীয় স্থানে থেকে ১৫.৫ পয়েন্ট নিয়ে শেষ করেছেন। অন্যদিকে গুকেশ ১৪.৫ পয়েন্ট নিয়ে শেষ করেন টুর্নামেন্ট। 

 

নরওয়ে দাবা প্রতিযোগিতায় ভারতের ডি গুকেশের কাছে নাটকীয়ভাবে হেরে গিয়েছিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। এর আগে গুকেশকে মাত্র ৫৫ দানে হারিয়ে দিয়েছিলেন কার্লসেন। কিন্তু নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে এমন হারের পর বিরক্তিতে দাবার বোর্ডেই ঘুষি মারেন ম্যাগনাস কার্লসেন। স্বতস্ফূর্ত সেই আবেগের মুহূর্তে ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।                   

শুরুতে অবশ্য লড়াই সমানে-সমানেই চলছিল। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন ভারতীয় দাবাড়ু। তবে সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়াচ্ছিলেন কার্লসেন। সেই সময়ও ঠান্ডা মাথায় দৃঢ়তার সঙ্গে নিজেকে ধরে রেখেছিলেন গুকেশ। ক্লাসিক্যাল টাইম কন্ট্রোলেই নিজের দানের ভুলেই কুপোকাত হন কার্লসেন। ৩৪ বছর বয়সি কার্লসেন নিজের কর্মে চরম বিরক্তি প্রকাশ করে ফেলে ৬৪ খোপের বোর্ডের উপরই। হারের পরই টেবিলে এক ঘুষি! যা দেখে কিছুটা হতবাক হয়ে পড়ে বিশ্ব দাবা গ্র্যান্ডমাস্টার।