Vivo Phones: ভিভো 'ওয়াই' সিরিজের নতুন একটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোন বেশ তাড়াতাড়িই ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তবে কোন মডেল আসতে চলেছে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। যদিও শোনা গিয়েছে, ভিভো 'ওয়াই' সিরিজের আসন্ন ফোনে একটি কার্ভ ডিসপ্লে থাকবে এবং এটি একটি AMOLED ডিসপ্লে হবে। এছাড়াও জানা গিয়েছে, তিনটি রঙে ভারতে লঞ্চ হবে ভিভো ওয়াই সিরিজের এই নতুন ফোন। আর এই ফোনটি ৭.৪৯ মিলিমিটার পুরু হবে।

Continues below advertisement

এর পাশাপাশি শোনা গিয়েছে, ভিভো ওয়াই সিরিজের আসন্ন ফোনের স্ক্রিন একটি থ্রিডি ডিসপ্লে হতে চলেছে। সম্ভবত ফোনের দাম শুরু হবে ১৫ হাজার টাকার কমেই। অর্থাৎ এই ফোনের বেস ভ্যারিয়েন্ট বা ভ্যানিলা মডেলের দাম ১৫ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেস্টিভ গোল্ড, ফ্রিস্টাইল হোয়াইট এবং নেবুলা পার্পল- এই তিন রঙে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এর মধ্যে ফ্রিস্টাইল হোয়াইট রঙের ফোনের রেয়ার প্যানেলে একটি ইউনিক প্যাটার্ন লক্ষ্য করা যাবে বলে শোনা গিয়েছে। তবে ভিভো সংস্থা তাদের 'ওয়াই' সিরিজের কোন ফোন ভারতে লঞ্চ করতে চলেছে এবং কবে সেই ফোন লঞ্চ হবে, এই প্রসঙ্গে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও। 

ভারতে আসছে ভিভো টি৪ আলট্রা ফোন 
 
ভিভো টি৪ আলট্রা ফোন ভারতে লঞ্চ হতে চলেছ আগামী ১১ জুন, দুপুর ১২টায়। দেশে লঞ্চের পর ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ফোন অনলাইনে কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অফলাইন রিটেল স্টোর থেকে। এর আগে ভিভো টি৪ ৫জি এবং ভিভো টি৪এক্স ৫জি- এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এবার আসছে ভিভো টি৪ আলট্রা মডেল। কালো রঙেই এই ফোন লঞ্চ হতে চলেছে। এর সঙ্গে থাকবে মার্বেল প্যাটার্নের সাদা এবং খয়েরি ফিনিশ। 
 
৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে ভিভোর এই ফোনে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শুটার থাকতে পারে এই ফোনে। মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ সিরিজের চিপসেট থাকতে পারে এই ফোনে। ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ভিভো টি৪ আলট্রা ৫জি ফোনে। ওভাল শেপের রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে ভিভো টি৪ আলট্রা ৫জি ফোনে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণায় এই ক্যামেরা মডিউল সেট করা থাকবে। 

Continues below advertisement