বার্মিংহ্যাম: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কোচ অনিল কুম্বলের বিরোধের খবর নিয়ে যখন ক্রিকেট মহলে জোর গুঞ্জন, ঠিক তখনই এ বিষয়ে জল্পনা উড়িয়ে দিলেন বিসিসিআই যুগ্মসচিব অমিতাভ চৌধুরী। তাঁর দাবি, ‘আমার এরকম কিছু জানা নেই। যাঁরা এই খবর রটাচ্ছেন, তাঁরা কল্পনার রাজ্যে রয়েছেন। বিরাটের সঙ্গে কুম্বলের বিরোধের খবর পুরোপুরি কল্পনা।’
স্বীকার না করলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে কোচ-অধিনায়কের বিবাদের খবরে বিসিসিআই কর্তারা নড়চেড়ে বসেছেন, নির্দিষ্ট সময়ের আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন অমিতাভ। যদিও তাঁর দাবি, তিনি নির্দিষ্ট দিনেই ইংল্যান্ডে এসেছেন। সাংবাদিকরা প্রশ্ন করেন, আগুন ছাড়া যেমন ধোঁয়া দেখা যায় না, তেমনই বিরাট-কুম্বলের বিরোধ না হলে এই সংক্রান্ত খবর প্রচারিত হল কী করে? এর জবাবে অমিতাভ বলেন, ‘আমি ধোঁয়া দেখতে পাচ্ছি না।’
কুম্বলের ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য না করলেও, বিসিসিআই যুগ্মসচিব বলেছেন, ১৮ জুন কুম্বলের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হচ্ছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী কোচ নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় দল একের পর এক সিরিজ খেলছে। বেশি বিরতি পাওয়া যাচ্ছে না। সেই কারণেই এখন পরবর্তী কোচ হওয়ার জন্য ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে আবেদন পত্র চাওয়া হয়েছে। এ বিষয়ে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিই সিদ্ধান্ত নেবে।
কুম্বলে-কোহলির বিরোধের খবর জানা নেই, দাবি অমিতাভ চৌধুরীর
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2017 08:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -