বেজিং: চিনের সিনেমার ইতিহাসে নয়া নজির সৃষ্টি করেছে আমির খানের 'দঙ্গল'। চিনে মোট ৯ হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে, গত পনেরো দিনে দর্শকের বিচারে শীর্ষে থেকেছে এই ছবি। শুধু তাই নয় চিনে মুক্তি পাওয়া ৩৩ তম ছবি 'দঙ্গল' যার বক্স অফিস কালেকশন এরমধ্যেই ভারতীয় মুদ্রায় ৯৪৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এরফলে চিনের সিনেমার ইতিহাসের এক্সক্লিউসিভ ক্লাবে ঢুকে গেল 'দঙ্গল'-এর নাম।


তবে এখানেই রেকর্ড তৈরি থামছে না। 'দঙ্গল'কে দেখে ভারতীয় সিনেমার সামনে খুলে গেছে বিদেশী মুদ্রা আয়ের এক অসাধারণ পথ। আর তাই বছরে ৩৪টি বিদেশী ছবি দেখানোর যে নিয়ম চিনে রয়েছে, তাতে সামান্য পরিবর্তন করেছে বেজিং। এখন থেকে সেখানে দুটি ভারতীয় ছবি নয়, চারটি ভারতীয় ছবি দেখানো হবে।

তাই এবার 'দঙ্গল'কে টক্কর দিতে চিন পাড়ি দিচ্ছে 'বাহুবলী ২: দ্য কনক্লিউশান'। সেখানে মোট ৬ হাজার স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। এখন দেখার অপেক্ষা চিনের মন জেতার দৌড়ে এগিয়ে থাকে কে? তবে 'দঙ্গল'-এর হাতে এইমুহূর্তে আরও একমাস রয়েছে। দেখা যাক আমির খানকে টক্কর দিতে পারেন কি না প্রভাস?